বৃষ্টির দিনে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শরীর থেকে ঘাম ঝরে। এই সময়ে মেকআপ সহজেই গলে যেতে পারে। সেজন্য বৃষ্টির দিনে মেকাপ করলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। 

এক. দিনের বেলায় বেশি ভারী মেকআপ ব্যবহার না করাই ভালো।

দুই. এমন মেকআপ সামগ্রী ব্যবহার করা উচিত যাতে ঘামের সমস্যা না হয়।

আরো পড়ুন:

বর্ষায় র‌্যাশের সমস্যা কমানোর ৫ টি উপায় 

বৃষ্টির দিনে প্রিয় খাবার খিচুড়ি, আর কী?

তিন.

বৃষ্টির দিনে মুখের ত্বকের জন্য সবচেয়ে ভালো সানস্ক্রিন বেসড ক্রিম। 

চার. মেকআপ করার সময় প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না।এই সময় ওয়াটারপ্রুফ এবং ঘামরোধী প্রাইমার ব্যবহার করুন। দেখবেন যে, মেকআপ সহজে নষ্ট হবে না বা গলে যাবে না।

পাঁচ. কপাল থেকে নাক বরাবর অংশ অর্থাৎ ‍মুকের টি-জোন, থুতনি এবং গলায় অবশ্যই মেকআপের পর ফেস পাউডার মেখে নেবেন। 

উল্লেখ্য, বৃষ্টিতে ভিজে কাজল, আইলাইনার, মাসকারা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সেজন্য এই সময়ে ওয়াটারপ্রুফ প্রসাধনী দিয়ে চোখের মেকআপ করতে পারেন।

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র ম কআপ

এছাড়াও পড়ুন:

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিএনপি নেতাকে গাছে বাঁধলেন গ্রামবাসী

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন গ্রামবাসী।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেল উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক।

স্থানীয়রা জানান, চরদেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছিল। গত রাতে মুনজেল ওই ঘরে ঢোকার পর স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে। পরে ভোররাত পর্যন্ত তাদের গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

আরো পড়ুন:

ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায়নি: নাহিদ ইসলাম

পিআর না, ফেয়ার নির্বাচন চায় জনগণ: দুলু

ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু বলেন, ‘‘এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে দুজনই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। এখন ওই নারীর স্বামী তাকে নিয়ে আর সংসার করবেন না বলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মোবাইলে জানিয়েছেন। অভিযুক্ত দুজন দুজনকে বিয়ে করতে রাজি আছেন। সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে।’’

ঢাকা/চন্দন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ