কে-পপ ব্যান্ড বিটিএসের এজেন্সি হাইবের বিরুদ্ধে প্রতারণামূলক শেয়ার লেনদেনের অভিযোগে আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সিউল সদর দপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ। সিউল মেট্রোপলিটন পুলিশের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট বিষয়টি নিশ্চিত করেছে। খবর ইয়োনহাপের
পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘আমরা ইয়ংসান জেলায় হাইবের সদর দপ্তরে তল্লাশি ও জব্দ অভিযান চালাচ্ছি।’

হাইব এজেন্সির প্রতিষ্ঠাতা ও বিটিএসের কারিগর হিসেবে পরিচিত ব্যাং শি-হিউকের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালে কোম্পানির প্রাথমিক শেয়ারবাজারে তালিকাভুক্তির সময় প্রাথমিক বিনিয়োগকারীদের ভুল তথ্য দিয়ে প্রায় ২০০ বিলিয়ন ওন (১৪৬ মিলিয়ন মার্কিন ডলার) অবৈধ মুনাফা করেন তিনি।

তবে হাইব দাবি করেছে, ব্যাং শি-হিউক কোনো ধরনের অনিয়ম করেননি। চলতি মাসের শুরুতে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘তালিকাভুক্তির সময় প্রযোজ্য সব আইন ও বিধিনিষেধ মেনেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করব এবং প্রকৃত ঘটনা সামনে আনতে সহায়তা করব।’
এমন একসময়ে এ তদন্ত শুরু হলো, যখন বিটিএসের সাত সদস্যই তাঁদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনে ব্যস্ত এবং ২০২৬ সালে নতুন অ্যালবাম ও বিশ্বভ্রমণমূলক কনসার্ট ট্যুরের প্রস্তুতি নিচ্ছেন।

দলের সামরিক দায়িত্ব পালনের আগপর্যন্ত বিটিএস বছরে ৫.

৫ ট্রিলিয়ন ওন (৪ বিলিয়ন ডলার) অর্থনৈতিক প্রভাব ফেলেছিল, জানিয়েছে কোরিয়া কালচার অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউট, যা দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ২ শতাংশের সমান।

আরও পড়ুনবিটিএস, টেলর সুইফটকে পেছনে ফেললেন যে ভারতীয় শিল্পী০৩ জুলাই ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ট এস র

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ