দগ্ধদের চিকিৎসায় পরামর্শ দিচ্ছে ভারতীয় চিকিৎসক দল
Published: 25th, July 2025 GMT
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় অবস্থান করছে ভারতীয় চিকিৎসক ও নার্সদের একটি দল। তারা দগ্ধদের শারীরিক অবস্থা পর্যালোচনা ও চিকিৎসা বিষয়ে পরামর্শ দিচ্ছেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, ভারতীয় চিকিৎসক দল ঢাকায় তাদের সফর শুরু করে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত চিকিৎসা পরামর্শের মাধ্যমে। তারা প্রত্যেক গুরুতর দগ্ধ ব্যক্তির শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মতবিনিময় করেছেন এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তাদের মূল্যায়ন জানিয়েছেন।
গত ২১ জুলাই যুদ্ধবিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়ার পর ভারতীয় চিকিৎসক ও নার্সদের এ দলকে ঢাকায় পাঠানো হয়।
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে দুই দিন আগে এ ভারতীয় দলটি ঢাকায় পৌঁছায়। চার সদস্যের ভারতীয় দলে রয়েছেন নয়া দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদার জং হাসপাতালের অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ দুজন বার্ন ও প্লাস্টিক সার্জন। তাদের সঙ্গে আছেন দুজন নার্স। এ দুটি হাসপাতাল বার্ন ও প্লাস্টিক সার্জারিতে ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। সফরের শুরুতেই চিকিৎসক দল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান।
সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৭০ জন।
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শ্রাবণের মেঘগুলো
২ / ১০শ্রাবণের মেঘগুলো আকাশে জড়ো হয়েছে