ভারতীয় বাংলা সিনেমায় পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের দুই অভিনয়শিল্পী তানজিন তিশা ও খায়রুল বাসার। ‘ভালোবাসার মরশুম’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করবেন কলকাতার এম এন রাজ। এতে অভিনয় করবেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা শারমন যোশি। 

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তানজিন তিশা ও খায়রুল বাসারের চুক্তি সম্পন্ন হয়েছে। রোমান্টিক ঘরানার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘ভালোবাসার মরশুম’ সিনেমা।  

এম এন রাজ বলেন, “এই সিনেমার জন্য তিশার সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। অনেক দিন আগে তিশা কলকাতায় এসেছিল, তখনই গল্প শুনেছে; আমরা এগুলো নিয়ে এগুচ্ছিলাম। এবার বাংলাদেশে গিয়ে কিছুদিন আগে সাইনিং করে এলাম।” 

আরো পড়ুন:

আমাকে খারাপভাবে স্পর্শ করত, তিক্ত অভিজ্ঞতা নিয়ে জনি লিভারের কন্যা

দাম বাড়ালেন জাহ্নবী!

এ সিনেমায় অভিনয় করবেন সৃজিতের কথিত প্রেমিকা সুস্মিতা চ্যাটার্জি। পরিচালক বলেন, “ভালোবাসার মরশুম’ সিনেমায় শারমন যোশি ‘আবির’ চরিত্রে অভিনয় করবেন। তানজিন তিশা ও সুস্মিতার চরিত্রের নাম—হিয়া ও পারমিতা। আর খায়রুল বাসারকে দেখা যাবে গৌরব চরিত্রে।” 

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতের দার্জিলিংয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। টানা ২৩ দিন দৃশ্যধারণের কাজ চলবে। এরপর অক্টোবরে মুর্শিদাবাদে শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র করব ন

এছাড়াও পড়ুন:

ঠিক কতটুকু ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় হবে পরিষ্কার, অপচয়ও কমবে

ডিটারজেন্ট কতটুকু ব্যবহার করবেন

গড়পড়তা ২–৩ কেজি কাপড়ের জন্য ২ টেবিল চামচের বেশি ডিটারজেন্ট লাগে না।

ডিটারজেন্টের মাপার ক্যাপ কখনো পূর্ণ করবেন না। অধিকাংশ সময় এত কাপড় একসঙ্গে ধোওয়া হয় না।

একটি মাত্র পোশাক ভিজিয়ে রাখতে চাইলে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার)

পানিতে ১ চা–চামচ ডিটারজেন্ট যথেষ্ট।

অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের লক্ষণ

কাপড়ে ডিটারজেন্টের আস্তর লেগে থাকবে।

কাপড় শক্ত, খসখসে বা আঠালো হয়ে যাবে।

রঙিন কাপড় ম্লান ও সাদা কাপড় ধূসর হয়ে যাবে।

ওয়াশিং মেশিন থেকে দুর্গন্ধ আসবে।

আরও পড়ুনধোয়ার পর কাপড়ের ক্ষতি হবে না, যদি মেনে চলেন এসব উপায়১৪ অক্টোবর ২০২৪কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে ডিটারজেন্টের পরিমাণ

কাপড়ের পরিমাণ ও ধরন: তোয়ালে, বিছানার চাদরের মতো ভারী কাপড়ের জন্য ডিটারজেন্ট একটু বেশি দরকার হয়।

কাপড় কতটা নোংরা: দাগযুক্ত কাপড়ে সামান্য বাড়তি ডিটারজেন্ট দিন।

পানির খরতা: খর পানিতে ডিটারজেন্ট বেশি লাগে, মৃদু পানিতে কম।

হাতে কাপড় ধোওয়ার সময়

ছোট বালতি (৩–৮ লিটার পানি): ১ চা–চামচ

মাঝারি বালতি (৯–১৪ লিটার পানি): ২ চা–চামচ

বড় বালতি (১৫ লিটারের বেশি পানি): ১ টেবিল চামচ

কাপড় দেওয়ার আগে পানিতে ডিটারজেন্ট ভালোভাবে গুলিয়ে নিন। তাতে অবশিষ্টাংশ কাপড়ে আটকে থাকবে না।আরও পড়ুনধোয়া কাপড় থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে? জেনে রাখুন সমাধান০২ অক্টোবর ২০২৩কাপড়ের ধরন অনুযায়ী

সিল্ক ও পশমি কাপড়: ১/২–১ চা–চামচ (প্রতি ৩–৮ লিটার পানি)

সুতি ও সিনথেটিক কাপড়: ১ চা–চামচ (ময়লা বেশি হলে সামান্য বাড়ান)

খুব নোংরা কাপড়: আগে দাগ পরিষ্কার করে নিন, তারপর ১.৫ চা–চামচ পর্যন্ত ডিটারজেন্ট দিন।

দাগ দূর করার টিপস

কোনো দাগ সহজে না উঠলে তার ওপর সরাসরি সামান্য ডিটারজেন্ট লাগিয়ে আলতো করে ঘষুন।

পরে পানিতে ভিজিয়ে নিন।

এতে পুরো বালতিতে অতিরিক্ত ডিটারজেন্ট দিতে হবে না।

পর্যাপ্ত ডিটারজেন্ট ব্যবহার করছেন কি না বুঝবেন যেভাবে

কাপড় ধোয়ার পর সাবানের আস্তর বা গন্ধ থাকবে না।

কাপড় হবে নরম ও আরামদায়ক।

লন্ড্রি পড ব্যবহার করলে

ছোট লোড: ১ পড

মাঝারি লোড: ২ পড

বড় লোড: ৩ পড

সূত্র: গুড হাউসকিপিং

আরও পড়ুনবডি স্প্রে নাকি পারফিউম—কখন, কোথায়, কোনটা ব্যবহার করবেন২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ