বিগত ১৫ বছর স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তারাই আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করার সুযোগ পাবেন।

যাদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায়নি, রাজপথে যাদের অবদান নাই তাদেরকে ধানের শীষের মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না, ১৫ বছরের রাজপথই হবে মনোনয়নের সবুজ সংকেত।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৬ জুলাই  ভিডিও কনফারেন্সে জেলা বিএনপির আওতাধীন চারটি আসনের মনোনয়ন প্রসঙ্গে এই নির্দেশনা দেন দলীয় প্রধান। সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতার সাথে কথা বলে এমনটাই জানা গেছে।

সূত্র জানায়, ভার্চুয়ালি যুক্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বিগত আন্দোলন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) বাদে বাকি চারটি আসনের বিষয়ে তারেক রহমান নেতৃবৃন্দকে বিভিন্ন নির্দেশনা দেন এবং রাজপথের ত্যাগী ও জনপ্রিয় নেতার হাতেই ধানের শীষ তুলে দেয়া হবে বলে জানান। দল যাকে মনোনয়ন দেবে সবাই তার পক্ষে কাজ করবে বলে তারেক রহমানকে নিশ্চিত করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

জানা যায়, স্বৈরাচারী হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা গত ১৫ বছর তীব্র আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। হামলা মামলা আর নির্যাতনকে উপেক্ষা করে স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তাই আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে গত ১৫ বছরের অবদানকে মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূলের এই দাবির সাথে বিএনপির হাই কমান্ডও একমত।

এদিকে ৫ আগস্ট পরবর্তী সময়ে কিছু ব্যবসায়ী আর নিষ্ক্রিয় নেতা দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাপ শুরু করেছেন যাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে বিন্দুমাত্র অবদান নেই। তারা টাকার জোরে উড়ে এসে জুড়ে বসতে চাইছেন। কিন্তু তৃণমূল তাদের ব্যাপারে বেশ শক্ত অবস্থানে আছে।  

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এসব মৌসুমী মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপারে বেশ সজাগ। আগামীর বাংলাদেশ গড়তে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ত র ক রহম ন ন র য়ণগঞ জ ব এনপ র ১৫ বছর র জপথ

এছাড়াও পড়ুন:

 সংস্কৃতিসেবীদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সংস্কৃতিসেবীদের উন্নয়নে কাজ করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো অসচ্ছল সংস্কৃতিসেবীদের আর্থিক সহায়তা প্রদান। 

এছাড়াও, সুস্থ ধারার সংস্কৃতি বিকাশের জন্য সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা এবং সংস্কৃতিসেবীদের উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। 

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরে নারায়ণগঞ্জ জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে মাসিক কল্যাণ ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা কালচারাল অফিসার শারমিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইনসহ সংস্কৃতি শিল্পীরা।

এ সময় জেলা প্রশাসক আরও বলেন, সরকার স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক উৎসব, মেলা এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যা সংস্কৃতিসেবীদের কাজের সুযোগ সৃষ্টি করে এবং তাদের উৎসাহিত করে। 

আলোচনা শেষে তিনি ২২ জন সংস্কৃতি সেবীর হাতে ৪ লাখ ৪৮ হাজার টাকার চেক তুলে দেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে
  • আওয়ামী লীগকে লাথি মারবেন, না ঘরে আনবেন : টিপু  
  • বিদ্যানিকেতন হাই স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 
  • যাদের টাকা নিয়েছেন, তাদের ফেরত দেন : মাকসুদ চেয়ারম্যানকে সাখাওয়াত
  • প্রকাশিত সংবাদ নিয়ে যুবদল নেতা স্বপনের ভিন্নমত
  • মুছাপুর ইউনিয়ন বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ 
  • নারায়ণগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন 
  • ফতুল্লার দুই দশকের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কাজ শুরু
  •  সংস্কৃতিসেবীদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি