সোনারগাঁয়ে দিনদুপুরে ৩০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট
Published: 31st, July 2025 GMT
সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় দিন দুপুরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সৌরভ চন্দ্র দাস বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
এরআগে শুক্রবার সকালে বাড়ি ফাঁকা পেয়ে বিল্ডিংয়ের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে লুট করে নিয়ে যায়।
জানা যায়, উপজেলার পৌর এলাকার সাহাপুর গ্রামের সৌরভ চন্দ্রের বাবা রাধেশ্যাম দাস একজন স্বর্ণের ব্যবসায়ী ছিলেন। তার বাবা মারা যাওয়ার পর তারা ওই ব্যবসায় অগ্রসর হননি। তার বাবার ব্যবসায়ের স্বর্ণসহ তাদের পরিবারের মহিলাদের ব্যবহৃত ৩০ ভরি স্বর্ণ আলমারি রাখা ছিল।
গত শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির লোকজন প্রয়োজনে মোগরাপাড়া যাওয়ার পর দুর্বৃত্তরা বিল্ডিংয়ের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক সৌরভ চন্দ্র দাস বলেন, তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় ফাঁকা পেয়ে ৩০ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। বাড়িতে এসে দরজা খুলতে গিয়ে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে ভেঙে ভেতরে ঢুকে আলমারির লকার ভাঙা পাওয়া যায়।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স বর ণ স ন রগ ব যবস
এছাড়াও পড়ুন:
ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় নারী নিহত, আহত শাশুড়ি-ননদ
ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাক চাপায় আশা আক্তার (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কের শিবগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশা আক্তার পারপুগী গ্রামের আবু সাঈদের স্ত্রী। আহতরা হলেন- আশার শাশুড়ি জুলেখা বেগম (৬৫) ও তার মেয়ে রোজিনা আক্তার (৩৫)। বর্তমানে তারা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আরো পড়ুন:
লোহাগড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলচালক নিহত
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ এলাকার মেসার্স আঁখি হাস্কি মিলের সামনে পীরগঞ্জ-ঠাকুরগাঁওগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশা আক্তারকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/হিমেল/রাজীব