ছেলে ক্যারিয়ার এগিয়ে নেওয়ার আশায়, বাবা জেলে থেকেই জুয়ার ব্যবসায়
Published: 1st, August 2025 GMT
পেলে, জিতো, কার্লোস আলবার্তো, গিলমারদের মতো কিংবদন্তিদের তৈরি করেছে সান্তোস এফসি। এই ক্লাব থেকে উঠে এসেছেন রবিনিও, নেইমারের মতো তারকারাও। সেই পথ ধরে এগিয়ে চলেছেন রবসন রবিনিও জুনিয়র।
নেইমারেরও কী কপাল দেখুন, সান্তোসে নিজের প্রথম অধ্যায়ে ও ব্রাজিল জাতীয় দলে ৭ বছর রবিনিওর সঙ্গে খেলেছেন। প্রায় এক যুগ পর সান্তোসে ফিরে সতীর্থ হিসেবে পেয়েছেন রবিনিওর ছেলে রবসনকে। কদিন আগে একটি ম্যাচে রবসনের বানিয়ে দেওয়া বল থেকে গোলও করেছেন নেইমার।
কিন্তু বাবা-ছেলে এখন একদম বিপরীতমুখী যাত্রা করছেন। সম্ভাবনাময় ক্যারিয়ারকে বিকশিত করার সুযোগ পেয়ে গেছেন রবসন। ১৭ বছর বয়সী এই স্ট্রাইকারের সঙ্গে সম্প্রতি চুক্তি নবায়ন করেছে সান্তোস। ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত সাও পাওলোর ক্লাবটিতে থাকবেন।
রবিনিওর ছেলে রবসন এখন নেইমারের সতীর্থ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ছেলে ক্যারিয়ার এগিয়ে নেওয়ার আশায়, বাবা জেলে থেকেই জুয়ার ব্যবসায়
পেলে, জিতো, কার্লোস আলবার্তো, গিলমারদের মতো কিংবদন্তিদের তৈরি করেছে সান্তোস এফসি। এই ক্লাব থেকে উঠে এসেছেন রবিনিও, নেইমারের মতো তারকারাও। সেই পথ ধরে এগিয়ে চলেছেন রবসন রবিনিও জুনিয়র।
নেইমারেরও কী কপাল দেখুন, সান্তোসে নিজের প্রথম অধ্যায়ে ও ব্রাজিল জাতীয় দলে ৭ বছর রবিনিওর সঙ্গে খেলেছেন। প্রায় এক যুগ পর সান্তোসে ফিরে সতীর্থ হিসেবে পেয়েছেন রবিনিওর ছেলে রবসনকে। কদিন আগে একটি ম্যাচে রবসনের বানিয়ে দেওয়া বল থেকে গোলও করেছেন নেইমার।
কিন্তু বাবা-ছেলে এখন একদম বিপরীতমুখী যাত্রা করছেন। সম্ভাবনাময় ক্যারিয়ারকে বিকশিত করার সুযোগ পেয়ে গেছেন রবসন। ১৭ বছর বয়সী এই স্ট্রাইকারের সঙ্গে সম্প্রতি চুক্তি নবায়ন করেছে সান্তোস। ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত সাও পাওলোর ক্লাবটিতে থাকবেন।
রবিনিওর ছেলে রবসন এখন নেইমারের সতীর্থ