সকাল ৭টা। উলনবাটোরের হোটেল নাইন–এর রেস্তোরাঁয় জানালার কাচ গলে সকালের রোদ এসে পড়েছে আমাদের খাবার টেবিলে। সড়কের দিকে তাকিয়ে দেখি একেবারে জনশূন্য। বেলা বাড়তেই সড়কের চেহারা পাল্টে যাবে। রেস্তোরাঁও খালি। আমরা দুজন প্রথম অতিথি। সকাল ৮টায় আমাদের যাত্রা শুরু হবে। 

গন্তব্য গুরভানবুলাগ। উলনবাটোর থেকে ২৮০ কিলোমিটার। একটি যাযাবর পরিবারের সঙ্গে কাটাব। ছেলেবেলা থেকে মঙ্গোলিয়াকে জেনেছি চেঙ্গিস খানের মাধ্যমে। এই ভূখণ্ডবাসী সম্পর্কে একটি বিষয় সমাদৃত, তা হলো মঙ্গোলরা যাযাবরের জাতি। সেই যাযাবরদের সঙ্গে, তাদের আবাসনে রাত্রিযাপন করব। অবশ্যই রোমাঞ্চ অনুভব করছি। গুরভানবুলাগ উত্তর মঙ্গোলিয়ার বুলগান প্রদেশের একটি জেলা। মঙ্গোলিয়াতে প্রদেশ রয়েছে ২১টি। ২১টি প্রদেশে মোট জেলার সংখ্যা ৩৩০। জেলাকে মঙ্গোলরা বলে ‘সাম’।

আমরা সকালের নাশতা করছি, ৮টা বাজার ১০ মিনিট আগেই তুসিনতুর এসে হাজির রেস্তোরাঁয়। আমরা আগেই হোটেল চেক আউট করেছি। বাক্সপেটরা জমা করেছি রিসিপশনে। ৮টা ১০ মিনিটে রওনা হলাম। আজই প্রথম উলনবাটোরের বাইরে যাচ্ছি।

মঙ্গোল যাযাবরদের তাঁবু.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মঙ্গোল যাযাবর পরিবারের সঙ্গে এক রাত

সকাল ৭টা। উলনবাটোরের হোটেল নাইন–এর রেস্তোরাঁয় জানালার কাচ গলে সকালের রোদ এসে পড়েছে আমাদের খাবার টেবিলে। সড়কের দিকে তাকিয়ে দেখি একেবারে জনশূন্য। বেলা বাড়তেই সড়কের চেহারা পাল্টে যাবে। রেস্তোরাঁও খালি। আমরা দুজন প্রথম অতিথি। সকাল ৮টায় আমাদের যাত্রা শুরু হবে। 

গন্তব্য গুরভানবুলাগ। উলনবাটোর থেকে ২৮০ কিলোমিটার। একটি যাযাবর পরিবারের সঙ্গে কাটাব। ছেলেবেলা থেকে মঙ্গোলিয়াকে জেনেছি চেঙ্গিস খানের মাধ্যমে। এই ভূখণ্ডবাসী সম্পর্কে একটি বিষয় সমাদৃত, তা হলো মঙ্গোলরা যাযাবরের জাতি। সেই যাযাবরদের সঙ্গে, তাদের আবাসনে রাত্রিযাপন করব। অবশ্যই রোমাঞ্চ অনুভব করছি। গুরভানবুলাগ উত্তর মঙ্গোলিয়ার বুলগান প্রদেশের একটি জেলা। মঙ্গোলিয়াতে প্রদেশ রয়েছে ২১টি। ২১টি প্রদেশে মোট জেলার সংখ্যা ৩৩০। জেলাকে মঙ্গোলরা বলে ‘সাম’।

আমরা সকালের নাশতা করছি, ৮টা বাজার ১০ মিনিট আগেই তুসিনতুর এসে হাজির রেস্তোরাঁয়। আমরা আগেই হোটেল চেক আউট করেছি। বাক্সপেটরা জমা করেছি রিসিপশনে। ৮টা ১০ মিনিটে রওনা হলাম। আজই প্রথম উলনবাটোরের বাইরে যাচ্ছি।

মঙ্গোল যাযাবরদের তাঁবু

সম্পর্কিত নিবন্ধ