১০ সেপ্টেম্বর ‘শানে রেসালাত সম্মেলন’ করবে খতমে নবুওয়ত
Published: 2nd, August 2025 GMT
আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) মিরপুর জোনের ‘শানে রেসালাত ও কর্মী সম্মেলন’ করবে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।
শনিবার (২ আগস্ট) সংগঠনটির ঢাকা মহানগর বৃহত্তর মিরপুর জোনের সদস্য সচিব মুফতি হিফজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার (১ আগস্ট) রাতে মিরপুরে অবস্থিত আল মদিনা ইসলামিয়া একাডেমি মাদরাসা রূপনগর মিলনায়তনে মিরপুর জোনের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিটির আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।
তিনি আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) বৃহত্তর মিরপুর জোনের ‘শানে রেসালাত ও কর্মী সম্মেলন’ করার কথা ঘোষণা দেন।
আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, “আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আমাদের আকাবিরদের রেখে যাওয়া একটি আমানত এবং ঈমানী দায়িত্ব। এই সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন আমাদের প্রত্যেকের ঈমানী দায়িত্ব। ‘তাহাফফুজে খতমে নবুওয়ত’ মানে রাসূল সা.
সভায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন প্রথমে বৃহত্তর মিরপুর জোনের অন্তর্ভুক্ত সাতটি থানার আহ্বায়ক ও সদস্য সচিবদের নাম ঘোষণা করেন। পরে জোন কমিটির আহ্বায়ক হিসেবে মাওলানা মাহমুদুল হাসান আশরাফী এবং সদস্য সচিব হিসেবে মুফতি হিফজুর রহমান-এর নাম ঘোষণা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তাহাফফুজে খতমে নবুওয়তের যুগ্ম-মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুসা বিন ইজহার এবং ঢাকা মহানগর নেতা মাওলানা ইয়ামিন হুসাইন আজমী।
মুফতি হিফজুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- মাওলানা আব্দুল হামিদ গওহারী, মুফতি নজির আহমেদ, মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা সানাউল্লাহ, মুফতি মোস্তফা আশরাফী, মাওলানা ইব্রাহিম খলিল কাওসারী, মাওলানা আহসান হাবিব, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুর রকিব, মাওলানা আব্দুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম নূরানী, মাওলানা রেজাউল করিম এবং মাওলানা মঞ্জরুল ইসলাম।
ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ঘাটুয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি কখনো বাড়িতে থাকতেন, কখনো বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।
গতকাল সন্ধ্যার পর সাজ্জাদ বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে মোস্তফা মিয়া নিজ ঘরে শুয়ে পড়লে হঠাৎ সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা মিয়া।
খবর পেয়ে স্থানীয় লোকজন সাজ্জাদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মোস্তফা মিয়ার লাশ উদ্ধার করে এবং সাজ্জাদকে থানায় নিয়ে যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন। তাঁকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।