১০ সেপ্টেম্বর ‘শানে রেসালাত সম্মেলন’ করবে খতমে নবুওয়ত
Published: 2nd, August 2025 GMT
আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) মিরপুর জোনের ‘শানে রেসালাত ও কর্মী সম্মেলন’ করবে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।
শনিবার (২ আগস্ট) সংগঠনটির ঢাকা মহানগর বৃহত্তর মিরপুর জোনের সদস্য সচিব মুফতি হিফজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার (১ আগস্ট) রাতে মিরপুরে অবস্থিত আল মদিনা ইসলামিয়া একাডেমি মাদরাসা রূপনগর মিলনায়তনে মিরপুর জোনের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিটির আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।
তিনি আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) বৃহত্তর মিরপুর জোনের ‘শানে রেসালাত ও কর্মী সম্মেলন’ করার কথা ঘোষণা দেন।
আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, “আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আমাদের আকাবিরদের রেখে যাওয়া একটি আমানত এবং ঈমানী দায়িত্ব। এই সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন আমাদের প্রত্যেকের ঈমানী দায়িত্ব। ‘তাহাফফুজে খতমে নবুওয়ত’ মানে রাসূল সা.
সভায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন প্রথমে বৃহত্তর মিরপুর জোনের অন্তর্ভুক্ত সাতটি থানার আহ্বায়ক ও সদস্য সচিবদের নাম ঘোষণা করেন। পরে জোন কমিটির আহ্বায়ক হিসেবে মাওলানা মাহমুদুল হাসান আশরাফী এবং সদস্য সচিব হিসেবে মুফতি হিফজুর রহমান-এর নাম ঘোষণা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তাহাফফুজে খতমে নবুওয়তের যুগ্ম-মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুসা বিন ইজহার এবং ঢাকা মহানগর নেতা মাওলানা ইয়ামিন হুসাইন আজমী।
মুফতি হিফজুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- মাওলানা আব্দুল হামিদ গওহারী, মুফতি নজির আহমেদ, মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা সানাউল্লাহ, মুফতি মোস্তফা আশরাফী, মাওলানা ইব্রাহিম খলিল কাওসারী, মাওলানা আহসান হাবিব, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুর রকিব, মাওলানা আব্দুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম নূরানী, মাওলানা রেজাউল করিম এবং মাওলানা মঞ্জরুল ইসলাম।
ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রেকর্ড গড়েই জিততে হবে ইংল্যান্ডকে
হেডিংলিতে সিরিজ শুরুর ম্যাচটি দুর্দান্ত এক রান তাড়ায় জিতেছিল ইংল্যান্ড। ৩৭১ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়েছিল ৫ উইকেট হাতে রেখেই।
সিরিজের শেষটাও কি শুরুর মতোই করতে পারবে ইংলিশরা? প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও যে ম্যাচ জিততে বড় রানই তাড়া করতে হবে ইংল্যান্ডকে, গড়তে হবে নতুন ইতিহাসও। ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৫০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। বেন ডাকেট ৩৪ রান নিয়ে উইকেটে আছেন।
যশস্বী জয়সোয়ালের সেঞ্চুরি উদ্যাপন