বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্বামী-স্ত্রীর চেহারার মধ্যে মিল রয়েছে। দুই জনের চেহারায় এতো মিল থাকে যে অনেক সময় ভাই-বোনের মতো মনে হয়। একবারও কি ভেবেছেন, কেন হয় এমন?

১৯৮৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগানের বিজ্ঞানীরা একটি গবেষণায় দেখেছেন, ‘‘স্বামী-স্ত্রী একসঙ্গে থাকার সময় তারা নিজেদের আবেগ ভাগাভাগি করে নেয়। যার ফলে তাদের মুখের দাগ থেকে শুরু করে অভিব্যক্তি প্রকাশেও সাদৃশ্য প্রতীয়মান হয়।’’

মনোবিদ রবার্ট জানজঙ্ক বিভিন্ন দম্পতির বিয়ের দিনের ছবি এবং ২৫ বছর একসাথে কাটানোর পরের ছবি তুলনা করে দেখেন,  আশ্চর্যজনকভাবে তাদের মুখে মিল ফুটে উঠেছে। 

আরো পড়ুন:

এআই দিয়ে বানানো ভিডিও সত্য মনে করে যা করলেন প্রবীণ দম্পতি

স্ত্রীর শোকে দুধ দিয়ে গোসল করলেন স্বামী, তাতে শান্তি কী মিললো?

বিশেষজ্ঞরা বলেন, ‘‘একটি দম্পতির মধ্যে বৈবাহিক সম্পর্ক যত বেশি দৃঢ়, মধুর ও সুখের হয়, তাদের মধ্যকার সাদৃশ্যের সম্ভাবনাও তত বেশি বেড়ে যায়।’’

এমপ্যাথেটিক মিমিক্রি
একে অপরকে ভালোবাসার করণে এমপ্যাথেটিক মিমিক্রি বা ভালোবাসার অনুকরণ তৈরি হয়। গভীর ভালোবাসা আর তীব্র মায়া থেকেই মানুষ সঙ্গীকে অনেক দিক দিয়ে অনুসরণ করতে শুরু করে। দেখা যায় যে তাদের মুখের ভঙ্গি পর্যন্ত এক হয়ে যায়।
 
একইরকম খাওয়া-দাওয়ার প্রভাব
একইসঙ্গে বসবাস করার জন্য খাওয়া-দাওয়া, চলাফেরা, ঘুমানোর রুটিন সবকিছুতে মিল থাকে। এই সবকিছুর সম্মিলিত প্রভাবে চেহারাই শুধু নয় শারীরিক গঠনেও সাদৃশ্য তৈরি হয়। 

জীবনাচরণে মিল
স্বামী-স্ত্রীর চলাফেরা এবং জীবনাচরণসহ অনেক কিছুতেই অনেক মিল থাকে ফরে চেহারায় তার সরাসরি প্রভাব পরে।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের 

সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। 

তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের  ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান। 

এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। 

সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ