ভালো বন্ধু হতে পারে ভালো অভিভাবক: যবিপ্রবি উপাচার্য
Published: 25th, August 2025 GMT
নবীন শিক্ষার্থীদের ভালো বন্ধু নির্বাচনের আহ্বান জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
তিনি বলেছেন, “সঠিক বন্ধু নির্বাচন জীবনে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো বন্ধু হতে পারে ভালো অভিভাবক। একজন অভিভাবক যেমন তার সন্তানের জীবনের পথ সহজ করতে পারে, তেমনিভাবে একজন ভালো বন্ধু জীবনের পথকে সহজ করতে পারে। আর খারাপ বন্ধু বিপথগামী করতে পারে।”
আরো পড়ুন:
ডাকসু নির্বাচন: বাতিল হতে পারে জুলিয়াস সিজারের প্রার্থিতা
৩ দাবিতে গোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সোমবার (২৫ আগস্ট) যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপাচার্য বলেন, “যবিপ্রবি বর্তমানে টাইমস হায়ার র্যাংকিং এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে আছে। এ অবস্থান ধরে রাখতে এবং এখান থেকে বিশ্ব দরবারে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে তোমাদের সবার সহযোগিতা কামনা করছি। তোমাদের মানবিক মানুষ হতে হবে। ভালো আচরণের মাধ্যমে তোমরা একটি সুন্দর সমাজ ও দেশ এই জাতিকে উপহার দিবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি বলেন, “বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি যোগাযোগ দক্ষতা তোমাদের বৃদ্ধি করতে হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনেক ক্লাব রয়েছে, যেখান থেকে তোমরা যোগাযোগ দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্ব গুণাবলী শিখতে পারবে।”
পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ওরিয়েন্টেশনের শুরু হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ নেওয়া হয়। সোমবার জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন দুইটি পর্বে অনুষ্ঠিত হয় ।
এতে বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রভোস্ট, প্রক্টর ও দপ্তরপ্রধানবৃন্দ যবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক নানা দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। নবীন অনেক শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে তাদের চাওয়া-পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং একটি মসৃণ ‘ক্যাম্পাস লাইফ’ প্রাপ্তির জন্য শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীসহ সবার সহযোগিতা কামনা করেন।
ঢাকা/ইমদাদুল/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
রাস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আরো পড়ুন:
৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।”
দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।”
তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”
ঢাকা/শান্ত