তিন দাবিতে আগারগাঁও সড়ক বন্ধ করল শিক্ষার্থীরা
Published: 28th, August 2025 GMT
তিন দফা দাবিতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদের এই ‘ব্লকেড’ কর্মসূচির কারণে মিরপুর-১০ থেকে বিজয় সরণী এবং শ্যামলী থেকে তেজগাঁও পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে উল্লিখিত সড়কে যান চলাচল বন্ধ থাকায় যানজট তৈরি হয়েছে। এতে যাত্রীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাকসুদুর রহমান বলেন, ‘‘আমরা শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’’
এর আগে, কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে আগারগাঁও মোড়ে অবস্থান নেন। পরে দাবি আদায়ে তারা সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীদের প্রধান তিন দফা দাবি হলো:
১০ম গ্রেড উন্মুক্ত করা: ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বা সমমানের পদে কৃষিবিদদের জন্য ১০ম গ্রেড উন্মুক্ত করা।
পদোন্নতিতে পরীক্ষা: নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া বিএডিসিসহ অন্য কোনো সংস্থায় নবম গ্রেডে (৯ম) পদোন্নতির সুযোগ রাখা যাবে না। বিএডিসির কোটা পদ্ধতি বাতিল করা।
কৃষিবিদ পদবির ব্যবহার: কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা ছাড়া অন্য কেউ ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে পারবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
ঢাকা/মাকসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন