তিন দাবিতে আগারগাঁও সড়ক বন্ধ করল শিক্ষার্থীরা
Published: 28th, August 2025 GMT
তিন দফা দাবিতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদের এই ‘ব্লকেড’ কর্মসূচির কারণে মিরপুর-১০ থেকে বিজয় সরণী এবং শ্যামলী থেকে তেজগাঁও পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে উল্লিখিত সড়কে যান চলাচল বন্ধ থাকায় যানজট তৈরি হয়েছে। এতে যাত্রীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাকসুদুর রহমান বলেন, ‘‘আমরা শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’’
এর আগে, কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে আগারগাঁও মোড়ে অবস্থান নেন। পরে দাবি আদায়ে তারা সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীদের প্রধান তিন দফা দাবি হলো:
১০ম গ্রেড উন্মুক্ত করা: ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বা সমমানের পদে কৃষিবিদদের জন্য ১০ম গ্রেড উন্মুক্ত করা।
পদোন্নতিতে পরীক্ষা: নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া বিএডিসিসহ অন্য কোনো সংস্থায় নবম গ্রেডে (৯ম) পদোন্নতির সুযোগ রাখা যাবে না। বিএডিসির কোটা পদ্ধতি বাতিল করা।
কৃষিবিদ পদবির ব্যবহার: কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা ছাড়া অন্য কেউ ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে পারবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
ঢাকা/মাকসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম