শিশু সাদাব হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন:

যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল

উলিপুর-চিলমারী রেলপথে নেই পাথর, ঝুঁকিতে ট্রেন চলাচল 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিশু সাদাব হত্যার ঘটনা তদন্তে পুলিশের গাফিলতি রয়েছে। এর প্রতিবাদে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন তারা। এ সময় সাদাব হত্যার ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

আক্তার হোসেন বলেন, ‘‘শিশু সাদাব হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে-প্রশাসনের এমন আশ্বাসের পর রেলপথ থেকে সরে যায় শিক্ষার্থীরা। এ সময় আটকে থাকা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের উদ্দেশে রওনা দিলে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’’

নিহত সাদাব জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের সৌদি প্রবাসী আল-আমিনের ছেলে। শিশুটি মায়ের সঙ্গে গফরগাঁওয়ের পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নানা বাড়িতে থাকত।

এর আগে, গত ১১ জুলাই দুপুরে নিখোঁজ হয় সাদাব। পরদিন দুপুরে শিশুটির স্বজনদের কাছে মুঠোফোনের দুটি নম্বর থেকে ৩০ হাজার ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর মধ্যে, একটিতে ২০ হাজার ও অপর নম্বরে ৮ হাজার টাকা পাঠানো হয়।

১৫ জুলাই সকালে স্বজনেরা বাড়ি থেকে দূরে একটি পুকুরে সাদাবের মরদেহ ভাসতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্বজনেরা শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে থানায় মামলা করেন।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘‘শিশু সাদাব হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রেলপথ অবরোধের বিষয়টি জেনেছি। ময়নাতদন্তের প্রতিবেদন এখনো হাতে আসেনি। মামলাটি তদন্ত চলছে।’’

ঢাকা/মিলন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র লপথ অবর ধ স দ ব হত য তদন ত

এছাড়াও পড়ুন:

দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২