বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৮ম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

এবারের ক্যাম্পেইনে মোট ১১০০ এর অধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

এসময় শিক্ষার্থীদের মাঝে রক্তদানের প্রয়োজনীয়তা ও মানবিক দিক তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, “রক্তদান শুধু একটি মানবিক কাজই নয়, এটি একটি ইবাদত। শিক্ষার্থীদের মাধ্যমেই সমাজে সচেতনতা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব।”

বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ গ্রুপের কার্যক্রম বর্তমানে দেশের ৬৪টি জেলায় পরিচালিত হচ্ছে। এই সংগঠন নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

পাশাপাশি পথচারীদের মাঝে রমজানে ইফতার বিতরণ, ঈদে সামগ্রী বিতরণ, বন্যার সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,  ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন,বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ গ্রুপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ ফারাবী,স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা  মোঃ শরিফুল ইসলাম।

ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় ছিলেন আশরাফুল ইসলাম তৌকির, প্রতিষ্ঠাতা, ফতুল্লা ব্লাড ডোনার্স এবং ইঞ্জিনিয়ারিং এস এম সানি, সাধারণ সম্পাদক, ফতুল্লা ব্লাড ডোনার্স। 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের চেতনা ছড়িয়ে দিতে নিয়মিতভাবে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক য ম প ইন

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে

এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?

দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’

প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।

আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’

তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’

মুশফিকুর রহিম

সম্পর্কিত নিবন্ধ