ফতুল্লায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
Published: 28th, August 2025 GMT
বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৮ম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
এবারের ক্যাম্পেইনে মোট ১১০০ এর অধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
এসময় শিক্ষার্থীদের মাঝে রক্তদানের প্রয়োজনীয়তা ও মানবিক দিক তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, “রক্তদান শুধু একটি মানবিক কাজই নয়, এটি একটি ইবাদত। শিক্ষার্থীদের মাধ্যমেই সমাজে সচেতনতা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব।”
বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ গ্রুপের কার্যক্রম বর্তমানে দেশের ৬৪টি জেলায় পরিচালিত হচ্ছে। এই সংগঠন নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
পাশাপাশি পথচারীদের মাঝে রমজানে ইফতার বিতরণ, ঈদে সামগ্রী বিতরণ, বন্যার সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন,বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ গ্রুপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ ফারাবী,স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মোঃ শরিফুল ইসলাম।
ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় ছিলেন আশরাফুল ইসলাম তৌকির, প্রতিষ্ঠাতা, ফতুল্লা ব্লাড ডোনার্স এবং ইঞ্জিনিয়ারিং এস এম সানি, সাধারণ সম্পাদক, ফতুল্লা ব্লাড ডোনার্স।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের চেতনা ছড়িয়ে দিতে নিয়মিতভাবে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক য ম প ইন
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫