Risingbd:
2025-11-02@10:41:29 GMT

কুবিতে এমসিজে উৎসব

Published: 29th, August 2025 GMT

কুবিতে এমসিজে উৎসব

নানা আয়োজন, প্রতিযোগিতা আর শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (এমসিজে) সপ্তাহব্যাপী এমসিজে উৎসব।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টায় সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হয়। একই সঙ্গে বিভাগের ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।

আরো পড়ুন:

কুবিতে সিদ্ধিদাতা গণেশের বন্দনা

শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক পরীক্ষায় প্রথম কুবি ছাত্রী

এর আগে গত ২৪ আগস্ট এক র‍্যালি ও ফ্ল্যাশ মবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এমসিজে উৎসবের। উৎসবের অংশ হিসেবে ইনডোর ও আউটডোর খেলাধুলা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, আধুনিক ও ধ্রুপদী সংগীতসহ নানা শিক্ষামূলক কর্মসূচি হয়।

সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে দুটি সেমিনারেরও আয়োজন করা হয়। এর মধ্যে একটি ‘উচ্চশিক্ষায় সুযোগ ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনার, যার মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক ব্যবস্থাপক, এশিয়া (ENFP-এর জন্য কেন্দ্রীয় সহায়তা প্রদানকারী) ড.

মো. আশিকুর রহমান। অন্যটি ‘স্বাধীন ও পরাধীন চলচ্চিত্রের স্বরূপ’ বিষয়ে বক্তৃতা রাখেন চলচ্চিত্র শিক্ষক ও সমালোচক বিধান রিবেরু।

এছাড়া সপ্তাহব্যাপী চলমান বিভিন্ন ইভেন্টে ছেলেদের ফুটবলে বিভাগের ৫ম আবর্তন, ক্রিকেটে ৮ম আবর্তন, দড়ি টানে দশম আবর্তন চ্যাম্পিয়ন হয়। ইনডোর খেলার মধ্যে দাবায় তুষার, ক্যারমে রিয়াদ-মামুন, লুডুতে ফারিয়া-রিমু এবং উনোতে নিশা জয়ী হয়।

এছাড়া কবিতা আবৃত্তিতে প্রথম হয় আমিনা কবির শ্রেষ্ঠা, আধুনিক গানে আসাদুল ইসলাম রুমন, ধ্রুপদী গানে সায়েমা হক এবং উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেন আশা।

আজকের অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিভাগটির বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মাহমুদুল হাসানেন সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী এবং বিভাগটির অন্যান্য শিক্ষকরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “ধন্যবাদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে এমসিজে সপ্তাহ সুন্দরভাবে পালন করার জন্য। বিশ্ববিদ্যালয়ের এত বছরেও আমাদের একটা অডিটরিয়াম নেই, এমনকি টিনশেডও নেই, যেখানে প্রতিকূলতার মধ্যেও এরকম একটা প্রোগ্রাম সম্পন্ন করা যায়।”

অনুষ্ঠানের সভাপতি বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, “অনেক কষ্ট করে কমিউনিকেশন ক্লাব এই উইকের আয়োজন করেছে। এই সুন্দর ডেকোরেশন নিজ হাতে করেছে। সবকিছু জন্য কমিউনিকেশন ক্লাবকে ধন্যবাদ।”

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, “এটা বিদায় অনুষ্ঠান না, আমরা সবসময় এটাকে অগ্রহায়ণ বলি। এটার অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় পদায়ন করা। অনেকে ক্যারিয়ার গড়ছে, অনেকে বিদেশে চলে যাচ্ছে। তোমরা যারা চলে যাচ্ছ তারা বিভাগের অনেক চড়াই-উৎরাই দেখেছ। আমাদের ক্লাসরুম ছিল না, গাছতলায় ক্লাস নিয়েছি। এরপর আমরা ক্লাসরুম পেলাম। অনেক স্মৃতি তোমাদের সাথে আমার।”

পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বিভাগের শিক্ষার্থীরা। গান, আবৃত্তি, নৃত্য ও নাটকের আনন্দমুখর পরিবেশনার মধ্যে দিয়ে এমসিজে উৎসবের পর্দা নামে।

ঢাকা/এমদাদুল/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন উৎসব র এমস জ

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়
  • টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সন্ধ্যা নদীর দুকূলে উৎসবের ঢেউ, উজিরপুরে নৌকাবাইচে মাতলেন হাজারো মানুষ
  • রাঙামাটি রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব শুরু