জাকসু: শিক্ষার্থীকে প্রার্থিতা প্রত্যাহারে হুমকি আরেক প্রার্থীর
Published: 1st, September 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে এক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত আরফুর সাদী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী। তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
আরো পড়ুন:
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
জাকসু নির্বাচন: ইউনিয়ন-ফ্রন্টের সমন্বয়ে ‘সংশপ্তক’ প্যানেল
তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে প্রার্থিতা প্রত্যাহারে জন্য হুমকি প্রদান ও ভীতিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি সামনে আসে।
ভুক্তভোগী তানজিম হোসেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী এবং শহীদ রফিক জব্বার হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন ভুক্তভোগী। অভিযোগপত্রে তিনি নির্বাচনী আচরণবিধির ধারা ১৩ (ক) ও (খ) লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করে অভিযুক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল ও নির্বাচনী প্রচারণায় প্রশাসনিক নিরাপত্তা প্রদানের দাবি জানান।
অভিযোগপত্রে ভুক্তভোগী উল্লেখ করেন, “নির্বাচন করা প্রতিটি শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি এই অধিকার প্রয়োগ করছি। কিন্তু গত ২০ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে আমাকে হলের কমন রুমে ৫২তম আবর্তনের কিছু ভাই ডাকেন। সেখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুর রহমান (জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ৫২তম আবর্তন) আমাকে নানা ধরনের চাপ ও ভীতিকর মন্তব্য করেন। তিনি আমাকে বলেন, আমি নাকি নির্বাচন করার কোনো অনুমতি নিয়েছি কিনা, তারা ৫৩তম আবর্তনকে কোনো পদ নিতে দেবে না, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা আমার জন্য ক্ষতিকর ও ধ্বংসাত্মক হবে।”
অভিযোগপত্রে তিনি আরো বলেন, “পরবর্তীতে ২৬ আগস্ট একটি ফেক জিমেইল আইডি থেকে আমার ইমেইলে ওইদিনের ঘটনার অডিও ক্লিপটি আসে, যেখানে উপরোক্ত হুমকিমূলক মন্তব্যগুলো স্পষ্টভাবে শোনা যায়। এই ঘটনার পর থেকে আমি মানসিক চাপে আছি এবং নিজের জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে অভিযুক্ত আরিফুর সাদি বলেন, “সেদিন আসলে আমরা আমাদের হলের সব ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য বসেছিলাম। এরপর আমরা আমাদের ইমিডিয়েট জুনিয়র ৫৩তম ব্যাচের সঙ্গেও বসি। তাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তখন হুমকি নয়, বড় ভাই হিসেবে পরামর্শ দিয়ে বলেছি, ‘দেখো তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো তা তোমাদের নিজেদের জন্য ক্ষতিকর ও ধ্বংসাত্মক একটা সিদ্ধান্ত হতে পারে। সে ক্ষেত্রে তোমরা বিভিন্ন পদে দাঁড়াতে পারো, এতে নিজেদের মধ্যে মনোমালিন্য হবে না।”
তিনি আরো বলেন, “এ ঘটনার অডিও ক্লিপটিতে পুরো আলোচনার রেকর্ড না দিয়ে শুধু আমার বক্তব্যকে কাটছাঁট করে ফেসবুকে পোস্ট করে আমার সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে। আমার দাবি, সেই অডিওর মেটা ডাটা এবং সম্পূর্ণ অডিও ক্লিপ প্রকাশ করতে হবে। এছাড়া ওই অভিযোগকারী শিক্ষার্থী ছাত্রদলের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছি, আমি নিজেও নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আজ নির্বাচন কমিশন থেকে আমার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখতে চাই।”
এ বিষয়ে রফিক জব্বার হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান ভুঁইয়া জানান, “এ বিষয়ে একটি অভিযোগ এসেছে। অভিযোগটি প্রক্রিয়াধীন আছে, আমরা বিভিন্ন পক্ষের কাছ থেকে ঘটনার শুনানি নিচ্ছি।”
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।
দরকারি তথ্যআবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদন ফি: এক হাজার টাকা
মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)
//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতাযেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।
কোর্সের বিস্তারিতশুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।
শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।
২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।
৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।
৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।
পরীক্ষার বিষয়১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের
২. মৌলিক গণিত ২৫ নম্বরের
৩. ইংরেজি ১০ নম্বরের
৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫
৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫
৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫