জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে উঠে এসেছেন ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজেই তার ঝলক দেখা গিয়েছে। আর সেই ধারাবাহিকতা তাকে দুই ধাপ এগিয়ে দিয়েছে আইসিসির সর্বশেষ তালিকায়।

আগে তিন নম্বরে থাকা রাজা এখন সিংহাসন দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইয়ের কাছ থেকে। ওমরজাই নেমে গেছেন দুই নম্বরে। যদিও সিরিজে জিম্বাবুয়ে ০-২ ব্যবধানে হেরেছে, তবুও রাজার ব্যাট হাতে লড়াকু ভঙ্গি সবাইকে মুগ্ধ করেছে। তিনি দুটি হাফ-সেঞ্চুরি করেছেন এবং নিয়েছেন একটি উইকেটও। ব্যাটসম্যানদের তালিকায়ও তিনি উন্নতি করে এখন অবস্থান করছেন ২২ নম্বরে।

আরো পড়ুন:

অভিষেকেই দুঃস্বপ্ন, লজ্জার রেকর্ড গড়লেন ইংলিশ পেসার সনি বেকার

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে আফগানিস্তান

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার সামনে ছিল ২৯৯ রানের লক্ষ্য। ১৬১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচটি প্রায় হাতছাড়া হয়ে গিয়েছিল। তখন রাজা এগিয়ে আসেন। টনি মুনিয়োঙ্গার সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। ৮৭ বলে খেলেন দুর্দান্ত ৯২ রানের ইনিংস। যদিও ম্যাচ জেতাতে পারেননি, তার ইনিংসটি ছিল লড়াইয়ের প্রতীক।

দ্বিতীয় ওয়ানডেতেও তিনি ছিলেন দলের সেরা ব্যাটার। কঠিন পিচে ৫৫ বলে করেন ৫৯ রান। কিন্তু এবারও জিম্বাবুয়ে জয় তুলে নিতে ব্যর্থ হয় এবং সিরিজ হেরে বসে ০-২ ব্যবধানে।

ওয়ানডেতে ওমরজাই নামলেও আফগানিস্তানের আরেক তারকা মোহাম্মদ নবী জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে। ত্রিদেশীয় সিরিজে অসাধারণ খেলার পর তিনি এক ধাপ এগিয়েছেন। এখন তার ওপরে আছেন কেবল ভারতের হার্দিক পান্ডিয়া। ফলে আসন্ন এশিয়া কাপে পান্ডিয়া ও নবীর লড়াই হয়তো নির্ধারণ করবে কে থাকবেন টি-টোয়েন্টির অলরাউন্ডারদের শীর্ষে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইস স

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ