হকি বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত করলো বাংলাদেশ
Published: 4th, September 2025 GMT
অপ্রত্যাশিত সুযোগ পেয়ে সেটিকে দারুণভাবে কাজে লাগাল লাল-সবুজের হকি দল। ভারতের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার কাজাখস্তানকে ৫-১ গোলে বিধ্বস্ত করে আগামী বছরের হকি বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের দখলে। প্রথম কোয়ার্টারে আশরাফুল ইসলামের গোলেই লিড নেয় দল। দ্বিতীয় কোয়ার্টারে রোমান সরকার জ্বলে ওঠেন। ফিল্ড গোলের পর পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করে ব্যবধান বাড়ান তিনি। ফলে বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
আরো পড়ুন:
এএইচএফ কাপে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
সব ম্যাচ জিতে সেমিফাইনালে বাংলাদেশ
তৃতীয় কোয়ার্টারে আবারও গোল করেন রোমান, হ্যাটট্রিকের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত থামেন দুটি গোলেই। তবে দলীয় চতুর্থ গোলের পর জয় নিশ্চিত হয়ে যায়। কিছুক্ষণ পর তায়েব আলী স্কোরলাইন দাঁড় করান ৫-০ তে।
এরপর কাজাখস্তান ৩৭ মিনিটে একটি গোল শোধ করলেও বাংলাদেশের জয় নিয়ে কোনো সংশয় ছিল না। শেষ কোয়ার্টারে আর গোল হয়নি, জয় ছিনিয়ে নেয় জহিরুল ইসলাম রাজনের শিষ্যরা।
এই জয়ের মাধ্যমে এশিয়া কাপে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পেল বাংলাদেশ। অথচ টুর্নামেন্টের শুরুতে অংশগ্রহণই ছিল অনিশ্চিত। নিরাপত্তাজনিত কারণ ও আর্থিক সংকটে পাকিস্তান দল নাম প্রত্যাহার করায় সুযোগ আসে বাংলাদেশের সামনে। একইভাবে ওমান সরে দাঁড়ালে তাদের জায়গা নেয় কাজাখস্তান। সুযোগটা পেয়েই লাল-সবুজের ছেলেরা দেখাল লড়াইয়ের মানসিকতা।
আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরে ভারতে বসবে হকি বিশ্বকাপের আসর। সেখানে খেলতে হলে বাছাইপর্বে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে বাংলাদেশকে। তবে কাজাখস্তানের বিপক্ষে এই জয়ে অন্তত আত্মবিশ্বাসটা অনেকটাই ফিরে পেয়েছে দল।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হক ব ছ ইপর ব ব শ বক প
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম