৮ বছর পর কাল ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন, উৎসবের আবহ
Published: 7th, September 2025 GMT
দীর্ঘ আট বছর পর আয়োজন করা হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (৮ সেপ্টেম্বর) এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এত প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেওয়ার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যকে সামনে রেখে এবারের সম্মেলন বলে জেলা বিএনপির নেতারা জানিয়েছেন।
আরো পড়ুন:
তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন: জাহিদ
দু-একটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে: আমিনুল
ঠাকুরগাঁও জেলা বিএনপির সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। এবারের সম্মেলনের জন্য স্কুলের মাঠজুড়ে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। শ্রমিকরা শেষ সময়ের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে অসংখ্য ব্যানার, ফেস্টুন ও পোস্টার।
ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি মো.
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. পয়গাম আলী বলেন, “নেতৃত্ব বাছাই হোক ভোটের মাধ্যমে কিংবা সিলেকশনে—আমাদের কোনো আপত্তি নেই। সবাই ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে চাই।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন সরকার বলেন, “বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই সম্মেলনের আয়োজন করেছি। এটি হবে সফল ও ঐক্যবদ্ধ একটি আয়োজন।”
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সম্মেলন সম্পন্ন হয়েছে। সেখানে নতুন কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কাঠামোতে গতি এসেছে বলে জানাচ্ছেন নেতারা। এবার জেলার সর্বোচ্চ ফোরামের এই সম্মেলনকে ঘিরে পুরো জেলার নেতাকর্মীদর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলুসহ কেন্দ্রীয় নেতারা। সম্মেলনের প্রথম অধিবেশনে উপস্থিত নেতারা বক্তব্য রাখবেন এবং দ্বিতীয় অধিবেশনে ঠাকুরগাঁও জেলা বিএনপির কমিটি গঠন করা হবে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র স ঠ ক রগ
এছাড়াও পড়ুন:
শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫
রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর আয়োজিত তিন দিনব্যাপী ‘যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫’ তরুণ শিক্ষার্থীদের মধে৵ অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। ‘ফার্ম ফ্রেশ’-এর পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সহযোগিতায় আয়োজিত এই গণিত উৎসবে শিক্ষার্থীরা মেধা, যুক্তি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার এক কঠিন লড়াইয়ে অংশ নেয়। এটি শুধু একটি প্রতিযোগিতা ছিল না; বরং গণিতকে নতুন করে আবিষ্কার করার এক আনন্দময় যাত্রা ছিল এটি।
প্রথম দিন: উৎসবের সূচনা ও নতুন অধ্যায়ের উন্মোচন
১১ সেপ্টেম্বর এই গণিত উৎসবের শুভসূচনা হয়। সকাল থেকেই স্কুল প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা নির্ধারিত কাউন্টারে রিপোর্ট ও রেজিস্ট্রেশন করতে ব্যস্ত ছিল। তাদের চোখেমুখে ছিল উত্তেজনা আর নতুন কিছু শেখার আগ্রহ। সব আনুষ্ঠানিকতা শেষে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহাযজ্ঞের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআরই) অধ্যাপক আবদুল হালিম এবং বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক স্বাক্ষর শতাব্দ।
এরপর শুরু হয় দিনের প্রথম ইভেন্ট ‘জেনেসিস’, যেখানে শিক্ষার্থীদের গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হয়। মধ্যাহ্নভোজের পর সবচেয়ে আকর্ষণীয় ও মজার ইভেন্ট ছিল ‘ক্রিপ্টোম্যানিয়া’। এতে শিক্ষার্থীরা কোড ও সংকেত ব্যবহার করে গণিতবিষয়ক ধাঁধা সমাধান করে এবং প্রতিটি ধাঁধার সমাধান তাদের পরবর্তী ক্লু পর্যন্ত নিয়ে যায়। দিনের শেষ ইভেন্ট ছিল ‘টিক-ট্যাক-টো’, তবে গণিতের সমীকরণ ব্যবহার করে খেলাটিকে এক ভিন্নমাত্রা দেওয়া হয়। প্রথম দিনের প্রতিটি ইভেন্টই প্রমাণ করেছে যে গণিত শুধু ক্লাসের চারদেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি এক বিশাল উন্মুক্ত জগৎ।
আরও পড়ুনস্পোর্টস ফিজিওথেরাপিতে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে ফিজিওথেরাপিস্ট আফজাল ১৪ সেপ্টেম্বর ২০২৫তিন দিনব্যাপী ‘যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫’ তরুণ শিক্ষার্থীদের মধে৵ সাড়া জাগিয়েছে