গাজীপুরে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, নদীতে মিলল লাশ
Published: 15th, September 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজের দুই দিন পর মানিক রোজারিও (৪৫) এর লাশ গাজীপুর মেট্রোপলিটন ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল এলাকার সিকুলিয়া শশ্মান ঘাট সংলগ্ন বালু নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে পূবাইল থানা পুলিশ। বিকেলে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম লাশ উদ্ধারের তথ্য জানান। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মানিক রোজারিও-এর স্ত্রী লিমা রোজারিও কালীগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি নং-৭৫৯) করেন।
আরো পড়ুন:
বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
রাজশাহীতে ভ্যানচালকের লাশ উদ্ধার
মানিক রোজারিও কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের মৃত আগস্টিন রোজারিও-এর ছেলে।
ওসি আমিরুল ইসলাম বলেন, ‘‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় পূবাইল থানায় অপমৃত্যুর মামলা হবে।’’
মানিক রোজারিও-এর স্ত্রী লিমা রোজারিও বলেন, “আমার স্বামী মানিক রোজারিও শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে বের হন। এরপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কয়েকবার ফোন করলে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন ভিন্ন উত্তর পেয়েছি। কেউ বলেছেন— তিনি নৌকায় ঘুমাচ্ছেন। আবার কেউ বলেছেন— তিনি নৌকায় ছিলেন না। পরে তার মোবাইল ফোন জনৈক দুলালের ব্যাগ থেকে পাওয়া গেছে।’’
লিমা রোজারিও বলেন, ‘‘পরিকল্পিকভাবে আমার স্বামীকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই। আমার তিনটি শিশু সন্তান। চারপাশে এখন অন্ধকার দেখছি।’’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ঢাকা/রফিক/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর যটক উদ ধ র স প ট ম বর ল শ উদ ধ র
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত