চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট এলাকায় দোকানে ঢুকে বিকাশের এক এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পার্শ্ববর্তী রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের পিংক সিটি এলাকা থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২৮)। তাঁর বাড়ি হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ব্রাহ্মণহাট এলাকায়। বিকাশ এজেন্ট সাইফুলের দুটি দোকান রয়েছে। এর একটি হাটহাজারীর ব্রাহ্মণহাটে এবং অন্যটি মদুনাঘাট এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় পাঁচ থেকে ছয়জন ব্যক্তি মদুনাঘাট এলাকায় সাইফুলের দোকানটিতে ঢোকেন। এরপর তাঁকে টেনেহিঁচড়ে একটি অটোরিকশায় তুলে নিয়ে যান। তাঁর কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার পর তাঁকে প্রায় আট কিলোমিটার দূরে রাউজানের পিংক সিটি এলাকায় অটোরিকশা থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত সাইফুলের চাচাতো ভাই মুহাম্মদ হান্নান প্রথম আলোকে বলেন, মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার পর সাইফুলের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তবে সাইফুল আহত থাকায় ছিনিয়ে নেওয়া টাকার পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

জানতে চাইলে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কার্তিক চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, মদুনঘাট থেকে অপহরণ করা হলেও আহত অবস্থায় ওই ব্যবসায়ী রাউজান থেকে উদ্ধার হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট এল ক য় মদ ন ঘ ট

এছাড়াও পড়ুন:

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) হিসেবে পদায়ন করা হ‌য়ে‌ছে।

বুধবার (২২ অক্টোবর) বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষ‌রিত সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

আরো পড়ুন:

বিএনপির ওপর আমাদের চরম আস্থা ও বিশ্বাস রয়েছে: আহসান হাবীব

যারা অন্যায় করে তারাই পালিয়ে যায়: অধ্যাপক মামুন মাহমুদ

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা হলো।

হুমায়ুন ক‌বির এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। সম্প্রতি তি‌নি দে‌শে ফি‌রে এসে দলীয় কর্মকা‌ণ্ডে স‌ক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে হুমায়ুন কবিরকে সিলেটের কোনো আসনে বিএন‌পির প্রার্থী হি‌সে‌বে দেখা যে‌তে পা‌রে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ইঙ্গিত দিয়েছেন।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে মির্জা ফখরুল ব‌লেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নির্বাচন করবেন। এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ