জরিপপদ্ধতি, নমুনা বাছাই ও সীমাবদ্ধতা
Published: 8th, December 2025 GMT
এটি বাংলাদেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বমূলক নয়। জরিপের জন্য আমরা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের শহরাঞ্চল এবং ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালী উপজেলা; বরিশালের গৌরনদী উপজেলা; কুমিল্লার চান্দিনা উপজেলা; ময়মনসিংহের ভালুকা উপজেলা এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার গ্রামগুলোকে বেছে নিয়েছি।
নির্বাচিত এলাকায় মতামত সংগ্রহকারীরা দৈবচয়নের মাধ্যমে মতামতদাতাদের নির্বাচন করেছেন, যাতে কোনো পক্ষপাতের সুযোগ না থাকে। যেসব মতামতদাতা স্বেচ্ছায় মতামত দিতে সম্মত হয়েছেন এবং জরিপের উদ্দিষ্ট জনগোষ্ঠীর অংশ, শুধু তাঁদের কাছ থেকেই মতামত সংগ্রহ করা হয়েছে। মতামত সংগ্রহের সময় মতামতদাতাদের চিন্তাভাবনা করে মতপ্রকাশের সুযোগ দেওয়া হয়েছে। প্রত্যেক মতামতদাতার কাছ থেকে মতামত সংগ্রহে গড়ে ৪০ মিনিট সময় লেগেছে। আন্তর্জাতিক গবেষণা নীতিমালা অনুসরণ করে আমরা প্রথম আলোর কাছে এমন কোনো তথ্য দিইনি, যা দিয়ে কোনো নির্দিষ্ট মতামতদাতাকে চিহ্নিত করা যায়।
জরিপকারীরা চেষ্টা করেছেন মতামতদাতাদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যায় সমতা রক্ষা করতে এবং শেষ পর্যন্ত মোট মতামতদাতার মধ্যে আমরা ৪৯ দশমিক ৭৮ শতাংশ নারী ও ৫১ দশিমক ২২ শতাংশ পুরুষ মতামতদাতাকে পেয়েছি।
জরিপে মোট ৫০টি প্রশ্ন ছিল। এর মধ্যে ১৩টি মতামতদাতার আয়, পেশা ও অভ্যাস–সংক্রান্ত এবং ৩৭টি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয়ের ওপর। মতামতদাতারা ধৈর্য ধরে সব কয়টি প্রশ্ন শুনেছেন এবং তাঁর সুচিন্তিত উত্তর দিয়েছেন। আমরা মতামতদাতাদের আন্তরিক সহযোগিতার জন্য তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করব, প্রথম আলো এই মতামত নিরপেক্ষতা ও সুবিবেচনার সঙ্গে প্রকাশ করে তাঁদের আন্তরিক সহযোগিতা এবং জরিপে আমাদের প্রচেষ্টাকে অর্থবহ করে তুলবে।
খন্দকার স্বনন শাহরিয়ার ব্যবস্থাপনা পরিচালক, কিমেকারস কনসাল্টিং লিমিটেড
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মত মত স গ মত স গ র উপজ ল
এছাড়াও পড়ুন:
নির্বাচনে সেনাবাহিনীকে অতি সক্রিয় ভূমিকায় রাখা প্রয়োজন
বর্তমানে সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে ‘লিগ্যাল’ কার্যক্রম চলমান। এর সঙ্গে সেনাবাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু নেতিবাচক বিষয় ঘুরছে, যা সেনাবাহিনীর মনোবলকে কিছুটা হলেও স্পর্শ করেছে।
এমন সময়ে প্রথম আলোর জরিপে জুলাই গণ-অভ্যুত্থান, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা এবং আগামী নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করলে কী প্রভাব পড়বে, এসব বিষয়ে মানুষের ইতিবাচক মতামত উঠে এসেছে। এটা সার্বিকভাবে সেনাবাহিনীর ওপর জনগণের আস্থার প্রতিফলন।
প্রথম আলো গ্রাফিকস