আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে দুই ম্যাচে মোট ৪ উইকেট হলো মোস্তাফিজুর রহমানের। গত শনিবার দুবাইয়ে গালফ জায়ান্টসের বিপক্ষে হারের ম্যাচে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। ‘ডট’ বল ছিল ১৩টি। গতকাল আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে জিতেছে তাঁর দল দুবাই ক্যাপিটালস। বোলিংও দারুণ করেন বাংলাদেশের এই পেসার।

দুবাই ক্যাপিটালসের ৮৩ রানের বিশাল জয়ে মোস্তাফিজের অবদান ৩ ওভারে ২২ রানে ২ উইকেট। এই ম্যাচে ১১টি বল ‘ডট’ দেন মোস্তাফিজ। সব মিলিয়ে দুই ম্যাচে ৪২টি বৈধ ডেলিভারির মধ্যে ২৪টি বল ‘ডট’ দিলেন মোস্তাফিজ। উইকেট মোট ৪টি এবং রান দিয়েছেন ৪৮।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮৬ রান তুলেছিল দুবাই ক্যাপিটালস। তাড়া করতে নেমে ১৫.

৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় আবুধাবি ক্যাপিটালস। আবু ধাবির হয়ে সর্বোচ্চ ২১ বলে ২৭ রান করা ওপেনার ফিল সল্ট এবং চারে নামা উন্মুক্ত চাঁদকে (০) ফেরান মোস্তাফিজ।

আবুধাবির ইনিংসে দ্বিতীয় ওভারে ৫ রান দিয়ে উন্মুক্ত চাঁদকে উইকেটের পেছনে ক্যাচ বানান মোস্তাফিজ। ইনিংসে ষষ্ঠ ওভারে আবারও বোলিংয়ে ফেরানো হয় তাঁকে। এই ওভারে ১১ রান দিলেও দারুণ কাটারে সল্টকে বোকা বানিয়ে তাঁকে কাভারে ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ। ইনিংসের ১৫তম ওভারে ৭ রান দেন তিনি।

আরও পড়ুনআইএল টি–টোয়েন্টিতে অভিষেকেই মোস্তাফিজ–জাদু২২ ঘণ্টা আগে

নিজেদের প্রথম দুই ম্যাচে হারের পর এটাই প্রথম জয় দুবাই ক্যাপিটালস। মোস্তাফিজ খেললেন দুবাইয়ের সর্বশেষ দুই ম্যাচে। আবুধাবির বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা দুবাইয়ের হয়ে ৫২ বলে ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রোভম্যান পাওয়েল। ৪ ছক্কা ও ৮টি চার মারেন এই ক্যারিবিয়ান।

৩৬ বলে ৫২ রান করেন জর্ডান কক্স। আগামী ১৩ ডিসেম্বর নিজেদের পরের ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ ব ই ক য প ট লস উইক ট

এছাড়াও পড়ুন:

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

সুন্দরবন থেকে সাত জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। রবিবার (৭ ডিসেম্বর) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ মালঞ্চ নদীর হাঁসখালী খাল থেকে ডন বাহিনী পরিচয়ে তাদের অপহরণ করা হয়। এই জেলেদের মুক্তিপণ হিসেবে মাথাপিছু ৫০ হাজার টাকা করে দাবি করা হয়েছে বলে জানান অন্য জেলেরা। 

অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ (৫০), ইব্রাহিম হোসেন (৪৫), আনারুল ইসলাম (২২), নাজমুল হক (৩৪), শামিম হোসেন (৩৬), আনোয়ার হোসেন (৩২) ও হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন (৩৫)।

আরো পড়ুন:

সুন্দরবনে ট্রলারডুবি: নিখোঁজ নারী পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবনে রাসপূজায় যেতে বন বিভাগের ৫ রুট, মানতে হবে যেসব নির্দেশনা

সুন্দরবন থেকে ফেরত আসা জেলে ফজর আলী ও সবুজ মিয়া জানান, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে তিনদিন আগে অনুমতি (পাস) নিয়ে কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে যান জেলেরা। কাঁকড়া শিকারের জন্য তারা মালঞ্চ নদীর বিভিন্ন খালে অবস্থান করছিলেন।

গতকাল রবিবার সকাল ৮টার দিকে তিনটি নৌকায় ১০জন বন্দুকধারী জেলেদের ঘিরে ধরে। প্রতি নৌকা থেকে একজন করে উঠিয়ে নেয় তারা। চলে যাওয়ার সময় একটি নম্বর দিয়ে সেখানে মুক্তিপণের টাকা পাঠানোর নির্দেশ দেয়। তিন দিনের মধ্যে মুক্তিপণ না দিলে অপহৃত জেলেদের হাত-পা ভেঙে হত্যার পর নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে জলদস্যুরা।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, ‍“বনবিভাগের স্মার্ট পেট্রাল টিমের সদস্যরা সুন্দরবনের ভেতরে রয়েছে। সবকিছু নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ