সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন দিব্যা
Published: 8th, December 2025 GMT
বলিউড অভিনেত্রী, নির্মাতা ও প্রযোজক দিব্যা খোসলা কুমার। ক্যারিয়ারে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন। ব্যক্তিগত জীবনে স্বনাধন্য প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমারের সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির ১৪ বছর বয়সি একটি পুত্রসন্তানও রয়েছে।
বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে ভেঙে যাচ্ছে ৩৮ বছরের দিব্যার সংসার। এ নিয়ে খোলামেলা প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া রেডিটে প্রশ্নোত্তর পর্বে দিব্যা খোসলা বলেন, “না, এমন কিছুই ঘটছে না। কিন্তু মিডিয়া খুব করে চায় এটি হোক।”
আরো পড়ুন:
পরিচালক বিক্রম ভাট গ্রেপ্তার
নাটকীয়তার পর ভেঙেই গেল গায়ক-ক্রিকেটারের বিয়ে
বলিউডের ‘টক্সিসিটি’ নিয়ে প্রশ্ন করা হলে দিব্যা খোসলা বলেন, “বলিউড এমন একটি ইন্ডাস্ট্রি যার চারপাশে কুমির আছে। আপনি অনুভব করেন, এর মধ্য দিয়ে আপনি আপনার নিজের পথ খুঁজে নিচ্ছেন।”
সততা ও স্বকীয়তার গুরুত্ব ব্যাখ্যা করে দিব্যা বলেন, “আমার মনে হয়, সবচেয়ে জরুরি বিষয় নিজের প্রতি সৎ থাকা। আমি কখনো কাজ পাওয়ার জন্য নিজের আত্মাকে বিক্রি করব না। কাজ যদি পাই তো ভালো, না পেলে তা-ও ঠিক আছে। আরো গুরুত্বপূর্ণ হলো—আপনি যখন ওপরে পৌঁছাবেন, তখন আপনার সঙ্গে যেন ভালো কর্মফল থাকে।”
দিব্যার চেহারা নিয়েও প্রশ্ন তুলেন নেটিজেনরা। জানতে চান কোনো ধরনের অস্ত্রোপচার করিয়েছেন কি না? জবাবে দিব্যা বলেন, “নারে বাবা, কোনো সার্জারি করিনি।”
দিব্যা তার সাম্প্রতিক চলচ্চিত্র অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে ‘সাভি’ সিনেমার অভিজ্ঞতা তুলে ধরেন। এটি তার সবচেয়ে ‘প্রিয় প্রকল্প’ বলে মন্তব্য করেন তিনি। দিব্যা বলেন, “অবশ্যই ‘সাভি’। যুক্তরাজ্যে সিনেমাটির সবচেয়ে দুর্দান্ত শুট হয়েছিল, সেখানে টানা ৪২ দিন প্রায় মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিং করেছিলাম। প্রোডাকশন খুবই সুন্দর ছিল। এটি আমার জন্য একটি বেঞ্চমার্ক। এখন আমার সব সিনেমার অভিজ্ঞতা ‘সাভি’ এর সেটের সঙ্গে তুলনা করি।”
২০২৪ সালের ৩১ মে মুক্তি পায় ‘সাভি’ সিনেমা। ২০২৩ সালের মার্চে যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন দিব্যা। সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গালে আঘাত পেয়েছিলেন তিনি। সেই সময়ে আহত দিব্যা তার কিছু ছবিও প্রকাশ করেছিলেন।
বর্তমানে ‘হিরো হিরোইন’ শিরোনামে একটি সিনেমার কাজ দিব্যার হাতে রয়েছে। তেলেগু ও হিন্দি ভাষার এ সিনেমার শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সড়ক দুঘর্টনায় ৩ ভাইয়ের মৃত্যু, পরিবারে মাতম
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত মোটরসাইকেলে আরোহী তিন ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার একটি কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে, দুপুরে তাদের মরদেহ গ্রামে এসে পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা। তাদের সান্তনা দিতে গিয়ে চোখে পানি ধরে রাখতে পারছিলেন না প্রতিবেশী ও স্বজনরা।
আরো পড়ুন:
সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলে বেইলি ব্রিজে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
গত শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতেরা হলেন- কুমারখালীর সাদিক ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার করিম মন্ডলের ছেলে সুমন (২৫) ও রিমন (১৪) এবং তাদের চাচাতো ভাই শাহিন মোল্লার ছেলে মো. আশিক মোল্লা (২২)। সুমন ও রিমন পেশায় ফার্নিচার মিস্ত্রি ছিলেন। আশিক ঢাকায় চাকরির পাশাপাশি উবার চালাতেন।
দুই ছেলেকে হারিয়ে শোক স্তব্দ করিম মন্ডল বলেন, “আমার মেয়ের শাশুড়ি গত শনিবার মারা গেছেন। তার জানাজায় অংশ নিতে দুই ছেলে বাড়িতে আসছিল। তারা মোটরসাইকেল নিয়ে আসছিল। বড় ছেলেকে সুমনের খোঁজ নেওয়ার জন্য বলি। সে সুমনকে ফোন দিলে পুলিশ ফোন ধরে জানায় এক্সিডেন্টের কথা। বড় ছেলে যেয়ে দেখে, আমার দুই ছেলের লাশ হাসপাতালে পড়ে আছে। এখন এ শোক আমি সইবো কি করে।”
নিহত আশিক মোল্লার মা শিউলী খাতুন কান্নারত অবস্থায় বলেন, “১৫ দিন আগেই বাড়িতে এসে ছেলে ঘুরে গেছে। ছেলে যে আজকে বাড়িতে আসছিল জানতাম না। রাতে পুলিশ ফোন করে জানায়, আশিকের এক্সিডেন্ট হয়েছে। পরে খবর পাই, হাসপাতালে নেওয়ার পর আমার ছেলে মারা গেছে। এখন আমি কি নিয়ে বাঁচব? আমার সব শেষ হয়ে গেছে। আমার ছেলেকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।”
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, “শনিবার মধ্যরাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের একই এলাকার আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। খুব কষ্টদায়ক একটি বিষয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ