খারাপ থেকে খারাপতর।

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের এই মৌসুমটা কেমন কাটছে, এমন প্রশ্নের উত্তরে শুধু এই কথাটুকু বললে কি সবকিছু বোঝা যায়? সম্ভবত ‘না’। খারাপ সময় তো মৌসুমের প্রায় শুরু থেকেই যাচ্ছে লিভারপুলের। তবে গত পরশু রাতে নটিংহাম ফরেস্টের কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হার যেন লিভারপুলকে একেবারে তলানিতে নিয়ে গেল!

১২ ম্যাচ পর ১৮ পয়েন্ট লিভারপুলের, লিগ টেবিলে অবস্থান ১১তম, শীর্ষে থাকা আর্সেনাল এক ম্যাচ কম খেলেই ৮ পয়েন্টে এগিয়ে। শিরোপা ধরে রাখার স্বপ্ন আগেই ফিকে হয়ে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নদের। এখন এই করুণ হারের পর দলের পতন কীভাবে ঠেকাবেন কোচ আর্নে স্লট কিংবা ঠেকানোর জন্য তিনি লিভারপুলে আদৌ থাকবেন কি না, সেই অস্বস্তিকর প্রশ্নগুলো জোরালো হতে শুরু করেছে।

লিভারপুল কেন এত খারাপ খেলছে

আর্নে স্লট যুগে ফরেস্টের বিপক্ষে ম্যাচটাই সম্ভবত সবচেয়ে খারাপ কেটেছে লিভারপুলের। ম্যাচ শেষ হতে যখন আর মাত্র ১২ মিনিট বাকি, মরগান গিবস-হোয়াইট নটিংহাম ফরেস্টের হয়ে তৃতীয় গোলটা করলেন। হতাশায় শত শত লিভারপুল সমর্থক মাঠ ছাড়তে শুরু করলেন। তাঁদের দোষ দেওয়া যায় না! ম্যানচেস্টার সিটির কাছে বাজেভাবে হারটা হয়তো তাঁরা মেনে নিয়েছেন। কিন্তু লিগ টেবিলের প্রায় তলানিতে থাকা নটিংহাম ফরেস্টের কাছে নিজেদের মাঠে এমন হার, এ তো রীতিমতো অপমানজনক!

আরও পড়ুনআবারও তিন গোল হজম লিভারপুলের২২ নভেম্বর ২০২৫

মনে হচ্ছে, স্লটের সামনে এখন একের পর এক সমস্যা এসে পাহাড়ের মতো জমা হচ্ছে। সেগুলো থেকে তিনি দলকে উদ্ধার করবেন বা দলের কেউ তাঁকে উদ্ধার করে দেবে, এমন লক্ষণও দেখা যাচ্ছে না। রক্ষণে খুবই দুর্বল, মাঝমাঠে কোনো ধার নেই আর আক্রমণও যেন দাঁতভাঙা! লিগে সর্বশেষ সাত ম্যাচের ছয়টিতে হারল লিভারপুল।

শিরোপা ধরে রাখার আশা শুধু কাগজ-কলমের হিসাবে, বাস্তবে একেবারে ছিন্নভিন্ন!
চোট-আঘাতও অবশ্য কম ভোগায়নি লিভারপুলকে। ফ্লোরিয়ান ভির্টৎস এবং কনর ব্র্যাডলি এ সপ্তাহেই নতুন করে চোটে পড়েছেন। তবে স্লটের জন্য বড় দুশ্চিন্তা হলো, যাঁরা মাঠে আছেন, তাঁদের মধ্যে বিশ্বাস ও লড়াই করার মানসিকতার অভাব! দলের প্রতিষ্ঠিত তারকারা পথ হারিয়েছেন, ওদিকে গ্রীষ্মে আসা নতুন খেলোয়াড়েরাও নিজেদের ছাপ ফেলতে পারছেন না।

হতাশায় এখন লিভারপুলের সঙ্গী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফর স ট র

এছাড়াও পড়ুন:

শিক্ষার্থীদের কী বললেন জামাল ভূঁইয়া

ছবি: সৌরভ দাশ

সম্পর্কিত নিবন্ধ