Prothomalo:
2025-12-08@04:39:31 GMT

তিক্ত সত্য, বড় বার্তা

Published: 8th, December 2025 GMT

প্রথম আলোর এই জরিপ বর্তমান সময় এবং আসন্ন আগামীকে বুঝতে বাস্তবসম্মতভাবে বেশ সাহায্য করে। এটা প্রয়োজনীয় কাজ হয়েছে। বাইরের দেশগুলোয় বিভিন্ন সংস্থা আর্থসামাজিক বিষয়ে মাঝেমধ্যে এ রকম জরিপ করা হয়।

করাচির দৈনিক ডন-এ প্রতিবছর এ রকম দু-তিনটি জরিপ প্রতিবেদন প্রকাশ হতে দেখেছি, যা পাকিস্তানের সমাজের গতিশীলতা বুঝতে সহায়তা করে। দক্ষিণ এশিয়ার মিডিয়াজগতে ডন-এর আকর্ষণের বড় দিক তাদের এ রকম কাজ।

অতীতে প্রথম আলোও এ ধরনের জরিপ প্রকাশ করেছে। তবে দীর্ঘ কয়েক বছর তাদের কোনো রাজনৈতিক জরিপ প্রকাশ করতে দেখিনি।

বাংলাদেশে কোনো সংবাদপত্রের পক্ষে চূড়ান্ত পেশাদারত্বের সঙ্গে এ রকম জরিপ করা আর্থিক কারণে দুরূহ। এখানে প্রিন্ট মিডিয়ার বাজার খুব ছোট। তাদের নেতৃত্বের ইচ্ছা ও সাহসের পরিসরও নানা সামাজিক কারণে আঁটসাঁট। এ রকম পটভূমিতে এ জরিপ ব্যতিক্রমী। তবে এর নমুনাসংখ্যা অল্প। যদিও পরিসংখ্যানশাস্ত্রের সূত্রমতে শহর-গ্রাম, নারী-পুরুষ, বয়স-পেশা ইত্যাদি মিলিয়ে করা হলে ছোট নমুনা দিয়েও সমাজের গতিশীলতার ধরন সম্পর্কে কিছু ইঙ্গিত শনাক্ত করা সম্ভব। এখানে সেটা পাওয়া যাচ্ছে বটে।

উত্তরদাতাদের মতামত থেকে চার-পাঁচটা বিষয়ে কিছু মন্তব্য করা যায়। যেমন জরিপে গত ১৫ মাসের সরকারি কাজের একটা মূল্যায়ন করেছেন ১ হাজার ৩৪২ জন। ৭৫ শতাংশ বলেছেন, কর্মসংস্থান বাড়াতে পারেনি সরকার। তরুণ-তরুণীদের গণ-অভ্যুত্থানের পাটাতন তৈরি হয়েছিল কর্মসংস্থানের বিষয়কে ঘিরে। সে ক্ষেত্রে সরকারের প্রতি জন-অসন্তুষ্টি বেশ স্পষ্ট। অজ্ঞাত কারণে রাজনীতির মাঠ থেকে চাকরি ও কাজের আলাপটা লাপাত্তাও হয়ে গেল, যা বেশ রহস্যময়।

প্রথম আলো গ্রাফিকস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এ রকম

এছাড়াও পড়ুন:

নির্বাচনে সেনাবাহিনীকে অতি সক্রিয় ভূমিকায় রাখা প্রয়োজন

বর্তমানে সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে ‘লিগ্যাল’ কার্যক্রম চলমান। এর সঙ্গে সেনাবাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু নেতিবাচক বিষয় ঘুরছে, যা সেনাবাহিনীর মনোবলকে কিছুটা হলেও স্পর্শ করেছে।

এমন সময়ে প্রথম আলোর জরিপে জুলাই গণ-অভ্যুত্থান, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা এবং আগামী নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করলে কী প্রভাব পড়বে, এসব বিষয়ে মানুষের ইতিবাচক মতামত উঠে এসেছে। এটা সার্বিকভাবে সেনাবাহিনীর ওপর জনগণের আস্থার প্রতিফলন।

প্রথম আলো গ্রাফিকস

সম্পর্কিত নিবন্ধ