বিজয় দিবসে কলকাতায় যাচ্ছেন সেনা-মুক্তিযোদ্ধাসহ ২০ সদস্যের প্রতি
Published: 8th, December 2025 GMT
ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে যোগ দেবেন বাংলাদেশের সেনা ও মুক্তিযোদ্ধাদের ২০ সদস্যের প্রতিনিধি দল। ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার ফোর্ট উইলিয়ামে (বিজয় দূর্গ) রবিবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন মেজর জেনারেল ভানগুরু রঘু।
প্রতিবছরই বিজয় দিবস উদযাপনে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাড়ি দেন। অন্যদিকে বাংলাদেশ থেকে সেনাদের একটি প্রতিনিধি দল আসে কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত অনুষ্ঠানে। যা দু’দেশের মধ্যে সামরিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনকে আরও দৃঢ় করে। ডিসেম্বরের এই বিশেষ দিনে প্রতিবারই যেন জীবন্ত হয়ে ওঠে দুই দেশের বছরের সম্পর্ক। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক আবহাওয়া সেই বাতাবরণ অনেকটাই বদলে দিয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সেই বিষয়টা কখনোই লক্ষ্য করা যায়নি। ২০২৪ সালের ডিসেম্বরেও কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে বড় প্রতিনিধি দল পাঠিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী।
আরো পড়ুন:
ভারতে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ২৩
ভারতে অবস্থানের ব্যাপারে শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন: জয়শঙ্কর
মেজর জেনারেল ভানগুরু রঘু জানান, ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে সাড়া দিয়ে এবছরও বাংলাদেশের সেনাবাহিনী বিজয় দিবসের অনুষ্ঠানে তাদের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত ফোর্ট উইলিয়ামকে নিশ্চিত করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর দুজন শীর্ষ কর্মকর্তা, ৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার-সহ মোট ২০ জন উপস্থিত থাকবেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে। পাশাপাশি, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।
অনুষ্ঠানের সূচী অনুযায়ী, বাংলাদেশের এই প্রতিনিধি দল কলকাতায় আসবে ১৪ ডিসেম্বর। বিমানবন্দরে তাদের আমন্ত্রণ জানাবেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কর্মকর্তারা। ১৫ ডিসেম্বর ব্যারাকপুরের মঙ্গল পান্ডে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রে সেনাবাহিনীর ‘মিলিটারি টাট্টু’ অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন তারা। ১৬ ডিসেম্বর সকাল ও সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মারকে শ্রদ্ধাজ্ঞাপন-সহ একাধিক অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা।
উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন কমান্ড ‘বিজয় মাস’ উদযাপনের অংশ হিসেবে প্রতিবছর বিজয় র্যালি ও বাইক মিছিলের আয়োজন করে, যা গোটা মাস ধরে চলে। সবমিলিয়ে, ‘বিজয় দিবস’ স্মরণে কলকাতায় ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনীর উদ্যোগে একটি বর্ণাঢ্য সামরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, যেখানে বাংলাদেশও সক্রিয়ভাবে অংশ নেয়। এবারেও তার তার ব্যতিক্রম হচ্ছে না।
ঢাকা/সুচরিতা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ র ট উইল ড স ম বর অন ষ ঠ ন কলক ত য
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে ট্রাভেল এজেন্সির আড়ালে জাল ডালার বিক্রির ছড়াছড়ি
নারায়ণগঞ্জ জেলায় বেশ কিছুদিন ধরে বিচ্ছিন্নভাবে ডলার, রিয়েল, পাউন্ড সহ সব ধরনের বিদেশি মুদ্রার জাল নোট ছড়িয়ে পড়েছে বলে শোনা গেলেও গত সপ্তাহে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। নারায়ণগঞ্জে বৈধ মানি এক্সচেঞ্জের সংখ্যা ৪টি থাকলেও বিভিন্ন ট্রাভেল এজেন্সির নামে চলছে অবৈধ ভাবে এই জাল ডলার বেচা বিক্রি । ধনি এই জেলার মানুষের হজ্জ ওমরাহ সহ বিভিন্ন সময় ব্যবসায়ী কাজে বিদেশ যেতে হয় তখন বিদেশী মুদ্রার প্রয়োজন হয় আর এই সুযোগে ট্রাভেল এজেন্সির আড়ালে এই জাল ডলার, রিয়েল , পাউন্ড, লেনদেন করে অসাধু ব্যবসায়ী ও প্রতারক চক্র।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানি এক্সচেঞ্জে মালিক জানায়, নারায়ণগঞ্জে বৈধ মানি এক্সচেঞ্জের সংখ্যা চারটি কিন্তু একদল প্রতারকচক্র বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে ডলার রিয়েল সহ বিভিন্ন বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকে জা আইনত অপরাধ। তবে বিদেশ ফেরত ও বিদেশ গমনকারীদের কাছে আমার অনুরোধ আপনারা যখনই বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয় করবেন নারায়ণগঞ্জে যে চারটি মানি এক্সচেঞ্জে রয়েছে তাদের কাছ থেকে নিবেন।
আমি প্রশাসনের কাছে দাবি জানাই অবিলম্বে এই প্রতারক চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক।