২০২৪ সালে সারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার সময়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। গত বছর ডিসেম্বরে লাফবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ প্রমাণ হওয়ার পর সাকিবকে নিজেদের সব প্রতিযোগিতায় বোলিং নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইসিসির বিধি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করায় নিষিদ্ধ হন সাকিব।

গত রোববার ইউটিউব চ্যানেল ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে বাংলাদেশের এই অলরাউন্ডার জানান, ‘কিছুটা ইচ্ছা করে’ই অবৈধ বোলিং অ্যাকশনে তখন বোলিং করেছিলেন তিনি।

চলতি বছরের মার্চে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পান সাকিব। লাফবরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে দ্বিতীয়বার অ্যাকশনের পরীক্ষা দিয়ে কৃতকার্য হন। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলার সঞ্চালনায় এই পডকাস্টে সাকিব বলেন, ‘কিছুটা ইচ্ছা করেই আমি এটা করেছিলাম, কারণ (এক ম্যাচে) ৭০ ওভারের বেশি বোলিং করেছিলাম। টেস্ট ম্যাচে আমার ক্যারিয়ারে কখনো ৭০ ওভার বোলিং করিনি। টনটনে সমারসেটের বিপক্ষে সারের হয়ে চার দিনের ম্যাচটি খেলছিলাম। খুব ক্লান্ত ছিলাম।’

সমারসেট–সারে ম্যাচে বোলিং করেন সাকিব.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য কশন কর ছ ল

এছাড়াও পড়ুন:

জাতীয় নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও অন্যান্য উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

আরো পড়ুন:

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী পদযাত্রা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে যা যা প্রয়োজন, সব প্রস্তুতিই আমরা নিয়েছি। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, এ ধরনের মন্তব্য সঠিক নয়। অনেকেই ব্যক্তিগত কারণে বের হন না।

রংপুরে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ