১. প্রথম আলো জাতীয় জনমত জরিপে কতজন অংশ নিয়েছেন?

উত্তর: ১ হাজার ৩৪২ জন উত্তরদাতা জরিপে মতামত দিয়েছেন। ৬৬৮ জন নারী এবং ৬৭৪ জন পুরুষ জরিপে অংশ নেন।

২.  কোন কোন এলাকায় জরিপ করা হয়েছে?

উত্তর: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের শহরাঞ্চল এবং বরিশালের গৌরনদী উপজেলা, কুমিল্লার চান্দিনা উপজেলা, ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালী উপজেলা, ময়মনসিংহের ভালুকা উপজেলা, রংপুরের পীরগঞ্জ উপজেলার গ্রামগুলোতে জরিপ করা হয়েছে।

৩.

জরিপে কাদের প্রশ্ন করা হয়েছে?

উত্তর: ১৮ থেকে ৫৫ বছর বয়সী যাঁরা বাংলাদেশে ভোটার হওয়ার উপযুক্ত এবং যাঁদের এই জরিপের প্রশ্নগুলো বোঝার সক্ষমতা রয়েছে।


৪. এই জরিপের তথ্য কোন সময়ে সংগ্রহ করা হয়েছে?

উত্তর: ২১ অক্টোবর ২০২৫ থেকে ২৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয়।

৫. জরিপের পদ্ধতি (মেথডোলজি) কী ছিল?

উত্তর: এটি একটি সংখ্যাগত জরিপ। নির্বাচিত এলাকায় মতামত সংগ্রহকারীরা দৈবচয়নের মাধ্যমে মতামত দাতাদের নির্বাচন করেছেন, যাতে কোনো পক্ষপাতের সুযোগ না থাকে। যেসব মতামতদাতা স্বেচ্ছায় মতামত দিতে সম্মত হয়েছেন এবং জরিপের উদ্দিষ্ট জনগোষ্ঠীর অংশ, শুধু তাঁদের কাছ থেকেই মতামত সংগ্রহ করা হয়েছে।

মতামত সংগ্রহের সময় মতামতদাতাদের চিন্তাভাবনা করে মতপ্রকাশের সুযোগ দেওয়া হয়েছে। প্রত্যেক মতামতদাতার কাছ থেকে মতামত সংগ্রহে গড়ে ৪০ মিনিট সময় লেগেছে।

৬. জরিপে কতটি প্রশ্ন ছিল?

উত্তর: জরিপে মোট ৫০টি প্রশ্ন ছিল। যার মধ্যে ১৩টি প্রশ্ন ছিল মতামতদাতার আয়, পেশা ও অভ্যাসসংক্রান্ত এবং ৩৭টি ছিল গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয়ের ওপর।

৭.  নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, তাদের নাম এখানে কেন?

উত্তর: এখানে মতামতদাতারা যা মনে করেন, তা-ই প্রকাশ করা হয়েছে। যাঁরা আওয়ামী লীগের নাম উল্লেখ করেছেন, তাঁরা মনে করেন আওয়ামী লীগ কোনো না কোনোভাবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে অবস্থান কর্মসূচ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ-২০২৫ চূড়ান্তভাবে জারি করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা ভবন মোড় থেকে সচিবালয়মুখী রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। ফলে, উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ আছে। 

শিক্ষার্থীরা বলছেন, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া নিয়ে পক্ষে-বিপক্ষে নানা তর্ক-বিতর্ক হয়েছে। কিন্তু, আমাদের লক্ষ্য এখন শুধুই অধ্যাদেশ। ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় ওই আইনের খসড়ার বিষয়ে অনলাইন মাধ্যমে সব অংশীজনের মতামত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় খসড়া চূড়ান্ত করার অভিপ্রায়ে গত ২০ ও ২১ অক্টোবর এবং গত ১৭ নভেম্বর যথাক্রমে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সুশীলসমাজের সাথে তিনটি সভা করেছে। কিন্তু, দুঃখের বিষয় হচ্ছে—বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের কোনো গতিশীলতা আমাদের চোখে পড়ছে না। পরিচয় সংকট ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা অনিশ্চয়তার মুখে প্রস্তাবিত ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ চলমান সকল শিক্ষাবর্ষে অধ্যয়নরত প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী বিপাকে পড়েছেন।

শিক্ষার্থী নাঈম হাওলাদার বলেন, “আমাদের দাবি, আজকের মধ্যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করতে হবে। আমরা সাত কলেজ বলে কিছু মানি না। আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। সরকারকে বলব, টালবাহানা না করে দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ প্রণয়ন করুন।

শিক্ষা ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশের পাশাপাশি সাদা পোশাকে অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

ঢাকা/রায়হান/রফিক  

সম্পর্কিত নিবন্ধ

  • দীর্ঘ বিরতির পর কেন এই জরিপ
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ঢাকা ডাইং
  • আজ টিভিতে যা দেখবেন (৮ ডিসেম্বর ২০২৫)
  • রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী
  • গণপূর্ত অধিদপ্তরের ৩৫৬ পদের বাছাই পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবন মোড
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে অবস্থান কর্মসূচ
  • ভিক্টোরিয়া ওকাম্পোর বাংলাদেশ প্রীতি
  • মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত তৈরি করেছিলেন ‘অঁদ্রে মালবো’