৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদে আরও ১৪২টি পদ সংযুক্ত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১২৪টি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ১৮টি পদ যুক্ত করা হয়েছে। গতকাল রোববার (৭ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ সরকারd কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংযুক্ত পদগুলোর মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৯ম গ্রেডে ৫৪টি এবং ১০ম গ্রেডে ৭০টি পদ রয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১৮টি পদই ১০ম গ্রেডের। ৪৪তম বিসিএস নন–ক্যাডারে পদসংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ১১৯টি।

নির্দেশনা

যেসব প্রার্থী ইতিমধ্যে তাদের পছন্দক্রম দাখিল করেছেন নতুন পদগুলোয় আগ্রহী হলে তাঁদের নতুনভাবে পছন্দক্রম দাখিল করতে হবে।

আরও পড়ুনসামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ, পদসংখ্যা ৪৫০৬ ডিসেম্বর ২০২৫পছন্দক্রম প্রদানের সময়সীমা

পছন্দক্রম গ্রহণের শুরুর তারিখ ও সময়: ৭ ডিসেম্বর ২০২৫, রাত ৯টা

পছন্দক্রম গ্রহণের শেষ তারিখ ও সময়: ২২ ডিসেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট।

আরও পড়ুন৪৬তম বিসিএস : লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে চাকরিপ্রার্থীদের ঘোর আপত্তি০৬ ডিসেম্বর ২০২৫আরও পড়ুন১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পাস নম্বর ৩০, ভুল উত্তরে নম্বর কাটাসহ দেখুন বিস্তারিত২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড স ম বর ব স এস

এছাড়াও পড়ুন:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে অবস্থান কর্মসূচ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ-২০২৫ চূড়ান্তভাবে জারি করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা ভবন মোড় থেকে সচিবালয়মুখী রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। ফলে, উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ আছে। 

শিক্ষার্থীরা বলছেন, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া নিয়ে পক্ষে-বিপক্ষে নানা তর্ক-বিতর্ক হয়েছে। কিন্তু, আমাদের লক্ষ্য এখন শুধুই অধ্যাদেশ। ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় ওই আইনের খসড়ার বিষয়ে অনলাইন মাধ্যমে সব অংশীজনের মতামত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় খসড়া চূড়ান্ত করার অভিপ্রায়ে গত ২০ ও ২১ অক্টোবর এবং গত ১৭ নভেম্বর যথাক্রমে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সুশীলসমাজের সাথে তিনটি সভা করেছে। কিন্তু, দুঃখের বিষয় হচ্ছে—বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের কোনো গতিশীলতা আমাদের চোখে পড়ছে না। পরিচয় সংকট ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা অনিশ্চয়তার মুখে প্রস্তাবিত ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ চলমান সকল শিক্ষাবর্ষে অধ্যয়নরত প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী বিপাকে পড়েছেন।

শিক্ষার্থী নাঈম হাওলাদার বলেন, “আমাদের দাবি, আজকের মধ্যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করতে হবে। আমরা সাত কলেজ বলে কিছু মানি না। আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। সরকারকে বলব, টালবাহানা না করে দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ প্রণয়ন করুন।

শিক্ষা ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশের পাশাপাশি সাদা পোশাকে অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

ঢাকা/রায়হান/রফিক  

সম্পর্কিত নিবন্ধ

  • শিক্ষা ভবনের সামনে আজও সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান 
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  • প্রথম প্রান্তিকে ঢাকা ডাইংয়ের লোকসান বেড়েছে ২৪৩.১৮ শতাংশ
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ঢাকা ডাইং
  • আজ টিভিতে যা দেখবেন (৮ ডিসেম্বর ২০২৫)
  • রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী
  • গণপূর্ত অধিদপ্তরের ৩৫৬ পদের বাছাই পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবন মোড
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে অবস্থান কর্মসূচ