ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
Published: 8th, December 2025 GMT
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার এলাকায় মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলার সমর্থকরা মিছিল করেন।
এ সময় বিক্ষুব্ধরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখেন। পরে মিছিলটি দামোল বাজার এলাকা ঘুরে আবারো চৌরঙ্গী বাজারে গিয়ে শেষ হয়।
আরো পড়ুন:
তাদের দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে: তারেক রহমান
বরিশালে ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা, আহত ৫
অবরোধ ও বিক্ষোভ প্রসঙ্গে অ্যাডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলা বলেন, “নেতাকর্মীরা মনে করছেন, সবদিক বিবেচনায় আমিই মনোনয়ন পাওয়ার যোগ্য। কেউ হয়তো হাইকমান্ডকে ভুল তথ্য দিয়েছেন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার মাধ্যমে নেতাকর্মীরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তবে আমি বলেছি, কোনো বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।”
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা.
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ও ২ আসন ঠ ক রগ ব এনপ
এছাড়াও পড়ুন:
শরীফুল রাজ বলেন, ‘সময় হলে সবাই জানতে পারবেন’
পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর থেকেই আলোচনা চলছিল—নতুন কী করছেন শরীফুল রাজ? এ জল্পনার মধ্যেই কিছুদিন আগে জানা যায়, তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করছেন তিনি। গতকাল বিকেলে জানা গেল আরও একটি ছবির নাম। আলভী আহমেদের ‘জীবন অপেরা’। শরীফুল রাজ বলেন, ‘চুক্তি সাইন করেছি। আপাতত এর বেশি কিছু বলতে চাইছি না। সময় হলে সবাই জানতে পারবেন।’
অভিনেতা শরিফুল রাজ