‘বিগ বস’ জিতলেন গৌরব, কত টাকা পাচ্ছেন অভিনেতা
Published: 8th, December 2025 GMT
শেষ হলো আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম মৌসুম। গতকাল রোববার রাতে সালমান খানের সঞ্চালনায় হয় এবারের মৌসুমের গ্র্যান্ড ফিনালে। এবার ট্রফি জিতেছেন ছোট পর্দার অভিনেতা গৌরব খান্না। গ্র্যান্ড ফিনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছেন। স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে গৌরব লিখেছেন, ‘ট্রফিটা ঘরে এসেছে’।
গত রাতে সালমান খান গৌরব খান্নার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করেন। ফারহানা ভাট হন প্রথম রানারআপ। কয়েক ঘণ্টা পরই গৌরব তাঁর ভক্ত ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন।
গৌরবের টিমের আবেগঘন বার্তা
গৌরবের যাত্রা নিয়ে তাঁর টিম লিখেছে, ‘তিন মাসের এই যাত্রা শেষ হলো, আর কী দারুণ এক সমাপ্তি! ট্রফিটা এখন ঘরে। বারবার সবাই জিজ্ঞাসা করছিল, “জিকে (গৌরব খান্না) কী করবে?” আর আমরা সব সময়ই বলেছি, জিকে সবার জন্য ট্রফিটা ঘরে আনবে। সে তা–ই করেছে। এ যাত্রা ছিল গভীরভাবে আবেগময়; প্রতিটি উচ্চতা, প্রতিটি ধাক্কা, প্রতিটি দৃঢ়তার মুহূর্ত আমরা ওর সঙ্গে বেঁচেছি। তাই আজকের এই জয় ব্যক্তিগত মনে হচ্ছে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কারণ ছাড়াই বাড়ছে বিডি থাই ফুডের শেয়ারদর
পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তপক্ষ।
সোমবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত ৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ১৩ নভেম্বর কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৮.৯০ টাকায়। আর ৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১৬.৭০ টাকায়। অর্থাৎ এই কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ৭.৮০ টাকা বা ৮৭.৬৪ বেড়েছে। এই ভাবে শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ঢাকা/এনটি/ইভা