দেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অবসায়ণ বা বন্ধ হয়ে গেলে সাধারণ আমানতকারীরা তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পাবেন এমন বিধান রেখে ‘অমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি করেছে সরকার। রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইনস্যুরেন্স বিভাগ থেকে জারি করা সার্কুলারের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জনগণের আস্থা বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে আমানতকারীর অর্থ সুরক্ষায় সরকার এই ‘অমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে। সংসদ ভেঙে যাওয়ায় জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী এই অধ্যাদেশ প্রণয়ন করেছেন। এর মাধ্যমে ব্যাংক আমানত বীমা আইন, ২০০০ বাতিল হয়ে নতুন আধুনিক আইন কার্যকর হলো।

আরো পড়ুন:

বাংলাদেশ ব্যাংকের সব অফিসে রবিবার থেকে ৫ সেবা বন্ধ

তসরিফা ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

অধ্যাদেশে বলা হয়েছে, দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে রাখা সাধারণ আমানত সুরক্ষিতভাবে ফেরত দেওয়াই এই আইনের মূল লক্ষ্য। এজন্য বাংলাদেশ ব্যাংকের অধীনে আলাদা একটি ‘অমানত সুরক্ষা বিভাগ’ গঠিত হবে। বিভাগটি প্রিমিয়াম সংগ্রহ, তহবিল পরিচালনা, সদস্য প্রতিষ্ঠান পরিদর্শন, আমানত পরিশোধ ও সচেতনতা কার্যক্রম দেখভাল করবে।

নতুন আইনে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুটি পৃথক আমানত সুরক্ষা তহবিল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তহবিল গঠিত হবে প্রিমিয়াম, জরিমানা, বিনিয়োগ আয় ও অন্যান্য উৎস থেকে। তহবিলের প্রশাসন বাংলাদেশ ব্যাংকের বোর্ড করবে, যা ট্রাস্টি বোর্ড হিসেবে কাজ করবে।

নতুন লাইসেন্স পাওয়া ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিকে প্রারম্ভিক প্রিমিয়াম জমা দিতে হবে। বর্তমানে কার্যরত সব ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে সদস্য হবে, আর ফাইন্যান্স কোম্পানিগুলো ২০২৮ সালের ১ জুলাই থেকে সদস্যপদে যুক্ত হবে। ত্রৈমাসিক ভিত্তিতে ঝুঁকি-ভিত্তিক প্রিমিয়াম আদায়ের নিয়মও থাকছে।

সরকারি, বিদেশি ও আন্তর্জাতিক সংস্থার কিছু বিশেষ আমানত সুরক্ষার বাইরে থাকবে। তবে, সাধারণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আমানত সুরক্ষা যোগ্য হিসেবে নির্ধারিত সীমার মধ্যে সুরক্ষা পাবে।

ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি অবসায়ণ বা রেজল্যুশনে গেলে আমানতকারীরা তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ২ লাখ টাকা পাবেন। প্রয়োজনে ব্রিজ ব্যাংক বা তৃতীয় পক্ষের মাধ্যমে আমানত ফেরত দেওয়ার ব্যবস্থাও করতে পারবে বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়া আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা, বিদেশি নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহায়তা নেওয়ার ক্ষমতাও বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয়েছে।

নতুন আইন কার্যকর হওয়ায় ব্যাংকিং খাতে সংকট মোকাবিলা ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী হবে, আর আমানতকারীরা আগের চেয়ে আরও বেশি সুরক্ষা পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঢাকা/নাজমুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন য ন স ক ম প ন তহব ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২২ নভেম্বর ২০২৫)

৩য় ওয়ানডে

নিউজিল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ

সকাল ৭টা, টি স্পোর্টস

অ্যাশেজ: পার্থ টেস্ট-২য় দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

সকাল ৮টা ২০ মি., স্টার স্পোর্টস ১

মিরপুর টেস্ট-৪র্থ দিন

বাংলাদেশ-আয়ারল্যান্ড

সকাল ৯টা ৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

আবুধাবি টি-টেন

স্ট্যালিয়নস-রাইডার্স

বিকেল ৫টা ৩০ মি., টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১

ত্রিদেশীয় টি–টোয়েন্টি

পাকিস্তান–শ্রীলঙ্কা

সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

বার্নলি–চেলসি

সন্ধ্যা ৬টা ৩০ মি., স্টার স্পোর্টস ৩

লিভারপুল–নটিংহাম

রাত ৯টা, স্টার স্পোর্টস ৩

লিভারপুল–নটিংহাম

১১টা ৩০ মি., স্টার স্পোর্টস ৩

লা লিগা

বার্সেলোনা–বিলবাও

৯টা ১৫ মি., বিগিনঅ্যাপ

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (২৪ নভেম্বর ২০২৫)
  • শ্রীলঙ্কা যেভাবে উচ্চ সুদের ফাঁদে পড়েছে
  • এনটিআরসিএ: অনলাইনে এমপিওভুক্ত শূন্য পদের চাহিদা গ্রহণ শুরু
  • ইউনাইটেড পাওয়ারের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে 
  • আজ টিভিতে যা দেখবেন (২৩ নভেম্বর ২০২৫)
  • খাদ্য অধিদপ্তরের পঞ্চম পর্যায়ে পরীক্ষার তারিখ ঘোষণা, প্রবেশপত্র ডাউনলোড শুরু
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ
  • এ ভূমিকম্প হুঁশিয়ারি সংকেত, বড় বিপদ তো সামনে
  • আজ টিভিতে যা দেখবেন (২২ নভেম্বর ২০২৫)