সাভারে প্রতিপক্ষের বিরুদ্ধে আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় ধারালো অস্ত্র ও ইটের আঘাতে অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাতে উপজেলার বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত, আটক ৫

বাগেরহাটে পিসি কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলা, আহত ৩

নিহত আবু সাইদ একই এলাকার মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। 

আহতরা হলেন- জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত ও নজুমদ্দিন। 

ভুক্তভোগীদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাতে জাকির ও তার লোকজন দেশীয় অস্ত্র ও ইট নিয়ে হামলা চালান। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদের মৃত্যু হয়। আহত হন সাতজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জাবেদ বলেন, “রাত ৮ দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় জাকির বাহিনীর লোকজন হামলা করে। এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদ মারা যান। তাদের কাছে থাকা লোহার রড়, লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে সাতজন আহত হন। পরে আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”  

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে, একজনের অবস্থা গুরুতর। 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাকিম বিল্লাহ জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন জানান, পুলিশ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হামলায় কয়েকজন আহত হয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/সাব্বির/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ মল ন হত আহত এন ম ম ড ক ল

এছাড়াও পড়ুন:

মানুষের বিশ্বাস অর্জনই আমাদের লক্ষ্য  : আল আমিন

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘নির্বাচনে জয় পরাজয় মূখ্য বিষয় নয়। সাধারণ মানুষ ও ভোটারদের আস্থা এবং বিশ্বাস অর্জন করাই আমাদের লক্ষ্য। 

স্বাধীনতার পর থেকে যারা বারংবার এই দেশের ক্ষমতার আসনে বসেছে, সেই দলের জনপ্রতিনিধিদের কর্মকান্ডের কারনে জনগন তাদের বিশ্বাস করতে চায় না। মানুষের সামনে আস্থার সংকট তৈরী হয়েছে। আমরা চাই, মানুষ আমাদের কথায় ও কাজে মিল দেখে আমাদের উপর ভরসা রাখবে।’

শনিবার (৬ ডিসেম্বর) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ভুইগড় ও রঘুনাথপুর এলাকায় শাপলা কলি প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন আল আমিন। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন তিনি। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

আল আমিন স্থানীয় পাড়া মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়কালে এলাকার উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত, মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান বৃদ্ধি ও তরুন প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিতের আশ্বাস দেন। দলীয় নেতাকর্মিদের উপস্থিতিতে পুরো পথসভা ওণসংযোগ কর্মসূচী প্রাণবন্ত হয়ে উঠে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা এনসিপির সদস্য জুবায়ের হোসেন, মোস্তফা খন্দকার, তরিকুল ইসলাম, লুবনা রহমান, জেলা যুবশক্তির নেতা রাইসুল ইসলাম, উপজেলা এনসিপি নেতা সাগর মল্লিক সহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির স্থানীয় নেতাকর্মীরা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে শীতলক্ষ্যা টোলপ্লাজায় সড়ক দূর্ঘটনায় আহত ১০  
  • মানুষের বিশ্বাস অর্জনই আমাদের লক্ষ্য  : আল আমিন
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দর উপজেলা যুবদলের দোয়া
  • রূপগঞ্জে বন্ধুদের নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার
  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪
  • বরগুনায় ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম