২৯ বার অস্ত্রোপচার, মুঠোফোন ব্যবহার করেন না, দক্ষিণি এই তারকাকে কতটা চেনেন
Published: 1st, November 2025 GMT
তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা তিনি। ৫৪ বছর বয়সেও এসে একের পর এক সুপারহিট ছবি দিয়ে যাচ্ছেন। ২০২২ ও ২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলেছিলেন ‘বালিমাই’, ‘থুনিবু’র মতো সিনেমা দিয়ে। তিনি আর কেউ নন, অজিত কুমার। জনপ্রিয় এই তারকার জীবনযাপনের ক্ষেত্র ব্যতিক্রম। এই সময়ে এসেও ব্যবহার করেন না মুঠোফোন! দেন না সাক্ষাৎকারও। তবে সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে এক দীর্ঘ ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন তিনি। যেখানে কথা বলেছেন ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা জানা-অজানা প্রসঙ্গ নিয়ে।
দক্ষিণ ভারতের জনপ্রিয়তম তারকাদের একজন অজিত কুমার শুধু অভিনেতা নন, পূর্ণকালীন রেসিং ড্রাইভারও বটে। সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে অজিত কথা বলেছেন তাঁর দীর্ঘ ক্যারিয়ার, খ্যাতির চাপ ও পরিবার নিয়ে।
‘শুরুতে ঠিকমতো তামিলও বলতে পারতাম না’
নিজের শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে অজিত জানান, অভিনয়ে আসার শুরুতে তামিল ভাষাটাই ভালোভাবে বলতে পারতেন না। ‘আমার তামিল বলায় উচ্চারণের সমস্যা ছিল। অনেকে বলেছিল নাম বদলাতে, কারণ “অজিত” নাকি খুব প্রচলিত নাম নয়। কিন্তু আমি বলেছিলাম, আমি আমার নিজের নামই রাখব। নাম বদলে সফল হতে চাই না,’ বলেন তিনি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য চীনের সহযোগিতা চাইলো দক্ষিণ কোরিয়া
পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী উত্তর কোরিয়ার সাথে আলোচনা পুনরায় শুরু করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। শনিবার দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এশিয়া-প্যাসিফিক নেতাদের ফোরামের পর এক রাষ্ট্রীয় শীর্ষ সম্মেলন এবং নৈশভোজে চীনা প্রেসিডেন্টের কাছে এই অনুরোধ করেছেন তিনি।
জবাবে শি লিকে জানিয়েছেন, তিনি সহযোগিতা আরো বিস্তৃত করতে এবং তাদের মুখোমুখি চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবেলা করতে ইচ্ছুক।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, শীর্ষ সম্মেলনের আগে শি বলেছেন, বেইজিং সিউলের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দক্ষিণ কোরিয়াকে একটি অবিচ্ছেদ্য সহযোগী অংশীদার হিসেবে দেখে।
জুন মাসে আকস্মিক নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত লি চীনকে না চটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করতে চাইছেন এবং উত্তর কোরিয়ার সাথে উত্তেজনা কমাতে চাইছেন।
চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে বৈঠকের উল্লেখ করে লি বলেন, “উত্তর কোরিয়ার সাথে সম্পর্কের জন্য যে পরিস্থিতি তৈরি হচ্ছে সে সম্পর্কে আমি খুবই ইতিবাচক।”
তিনি বলেছেন, “আমি আশা করি দক্ষিণ কোরিয়া এবং চীন এই অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়ে উত্তর কোরিয়ার সাথে কৌশলগত যোগাযোগ জোরদার করবে এবং সংলাপ পুনরায় শুরু করবে।”
লি উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যার শুরুতে পারমাণবিক অস্ত্রের আরো উন্নয়ন স্থগিত করার বিষয়টি রয়েছে।
ঢাকা/শাহেদ