স্মার্ট টিভি: ঘরে বসেই উপভোগ করুন থিয়েটারে সিনেমা দেখার অনুভূতি
Published: 18th, October 2025 GMT
একসময় টেলিভিশন মানেই ছিল বড় আকারের একটি বাক্স, গুটিকয় চ্যানেল আর তাতে চলত ধরাবাঁধা কিছু অনুষ্ঠান, নাটক কিংবা সিনেমা। চাইলেও নিজের ইচ্ছেমতো কিছু উপভোগ করার সুযোগ থাকত না। এ ছাড়া সে সময় টেলিভিশনে ছবি ও শব্দও খুব স্পষ্ট ছিল না বললেই চলে। নব্বইয়ের দশকের সেই সময়টিতে টেলিভিশন বলতেই চোখে ভাসে এই চিত্রগুলো।
এখন যুগ বদলেছে, বদলেছে চাহিদা। প্রযুক্তি, ডিজাইন আর পারফরম্যান্সের এমন সমন্বয় ঘটেছে যে টিভি এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, হয়ে উঠছে এক অনন্য ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। বর্তমান সময়ের স্মার্ট টিভিগুলো এখন ঘরের নান্দনিকতার অংশ, আবার একই সঙ্গে আধুনিক প্রযুক্তির এক বিস্ময়। এমনকি এখন মন না চাইলে থিয়েটারে গিয়েও সিনেমা দেখার খুব একটা প্রয়োজন পড়ে না, ঘরেই বানিয়ে নেওয়া যায় ‘হোম থিয়েটার’। কারণ, ঘরেই থিয়েটারের এক্সপেরিয়েন্স পেতে স্মার্ট টিভিগুলোয় এখন রয়েছে উন্নত সব প্রযুক্তি।
শক্তিশালী প্রসেসর
আধুনিক টেলিভিশন মানেই কিন্তু শুধু বড় স্ক্রিন কিংবা ডিজাইন নয়। বড় স্ক্রিন আর ডিজাইন স্মার্ট টিভিকে আকর্ষণীয় করে তোলে বটে, কিন্তু এর প্রাণ আসলে প্রসেসরে। সেই জায়গাটিতেই সাম্প্রতিক বছরগুলোয় সবচেয়ে বড় পরিবর্তন এনেছে উন্নত মানের এআই প্রযুক্তি। যেমন স্যামসাংয়ের সাম্প্রতিক ‘এফ সিরিজ’ টিভিতে ব্যবহৃত এনকিউ৮ এআই জেন৩ সেই পরিবর্তনের এক অনন্য উদাহরণ। এতে রয়েছে ৫১২টি নিউরাল নেটওয়ার্ক, যা কনটেন্ট অনুযায়ী রিয়েলটাইমে বিশ্লেষণ চালায়। ফলে ছবির উজ্জ্বলতা, রঙের ভারসাম্য ও কনট্রাস্ট স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য হয়ে যায়। স্পোর্টস, সিনেমা, ডকুমেন্টারি কিংবা নিউজ—সব ধরনের কনটেন্টই হয়ে ওঠে বাস্তবের মতো প্রাণবন্ত।
শুধু ছবি নয়, সাউন্ডের ক্ষেত্রেও প্রসেসর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এআই সাউন্ড অপটিমাইজেশন প্রযুক্তি পরিবেশ অনুযায়ী সাউন্ডকে সমন্বয় করে, যেন সংলাপের সঙ্গে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয় আরও ভারসাম্যপূর্ণ ও পরিষ্কার। টিভির আশপাশের আওয়াজের মাত্রা অনুযায়ীও সিস্টেম নিজে থেকেই শব্দ নিয়ন্ত্রণ করে নেয়।
প্রযুক্তির এই ধারাবাহিক অগ্রগতি আমাদের টেলিভিশন দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স উন ড
এছাড়াও পড়ুন:
মাদারীপুরে ক্লিনিকের শৌচাগার থেকে নবজাতক উদ্ধার
ক্যাপশন: মাদারীপুরে ক্লিনিকের শৌচাগার থেকে উদ্ধার হওয়া নবজাতকের চিকিৎসা চলছে। আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুর জেলা হাসপাতালে। ছবি: সংগৃহীত
মাদারীপুরে একটি প্রাইভেট ক্লিনিকের শৌচাগার থেকে রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে মাদারীপুর শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম শৌচাগার পরিষ্কার করতে যান। এ সময় তিনি শৌচাগারে রক্তাক্ত অবস্থায় একটি নবজাতককে দেখতে পান। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে নবজাতককে দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর জেলা হাসপাতালে। পুলিশ জানিয়েছে, সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের কর্মী স্বর্ণালী খন্দকার বলেন, ‘ক্লিনিকের পরিচ্ছন্নতাকর্মী শিশুটিকে দেখতে পেয়ে আমাদের খবর দেন। নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছে আমাদের ক্লিনিক কর্তৃপক্ষ।’
মাদারীপুর জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার বলেন, নবজাতকের বয়স এক দিন। জেলা হাসপাতালে আনার সময় তার অবস্থা খারাপ ছিল। তাৎক্ষণিক চিকিৎসায় অবস্থা উন্নতির দিকে যাচ্ছে।
মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, নবজাতকের মা-বাবার পরিচয় খুঁজতে এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে পুলিশ।