ব্রাজিলে পুলিশের প্রাণঘাতী অভিযানের ভয়াবহতার কিছুটা ধরা পড়ল ছবিতে
Published: 1st, November 2025 GMT
ব্রাজিলের রিও ডি জেনিরোর সবচেয়ে পুরোনো গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযানে মঙ্গলবার রাতে নিহতের সংখ্যা দাঁড়ায় ৬৪। তাঁদের মরদেহ শহরের মর্গে রাখা হয়েছে। মাদকবিরোধী এ অভিযানকে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী অভিযান হিসেবে ধরা হচ্ছে।
তবে বুধবার ভোরের আলো ফোটার পর বোঝা গেল, হত্যাযজ্ঞের প্রকৃত ভয়াবহতা।
রয়টার্সের আলোকচিত্রী রিকার্দো মোরায়েসের ড্রোনে তোলা ছবিগুলো দেখে শুরুতে হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে, এগুলো কিসের ছবি। ছবিতে দেখা যায়, বাড়ির ছাদ, ব্যস্ত রাস্তা, আর রাস্তার মাঝবরাবর কিছু একটা বয়ে গেছে।
তবে একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে, ওগুলো কয়েক ডজন মানুষের মরদেহ। কারও দেহ চাদরে ঢাকা, আবার কারও দেহ অর্ধনগ্ন ও অনাবৃত অবস্থায় পড়ে আছে। মরদেহগুলো কোনো যুদ্ধক্ষেত্রে নয়, পড়ে আছে একটি বাণিজ্যিক এলাকার রাস্তায়।
নিহতের স্বজনের মরদেহে চুমু খাচ্ছেন এক নারী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
একসময় ছিলেন রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ তারকা, এখন ক্লাব খুঁজে বেড়াচ্ছেন
একসময় তাঁকে মনে করা হতো রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ তারকা। কলম্বিয়ার ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মনে করা হয় তাঁকে। কিন্তু সেই হামেস রদ্রিগেজ এখন পরের মৌসুমে খেলার জন্য ক্লাব খুঁজে বেড়াচ্ছেন।
বয়স ৩৪ চলছে। ফুটবলারদের জন্য ত্রিশের ওপরের বয়স মানে ক্যারিয়ারের সায়াহ্ন চলে আসা। কিন্তু হামেস যেন আড়ালে চলে গেছেন একটু আগেই। ফলে ২০১৪ বিশ্বকাপের পর যাঁকে মনে করা হয়েছিল বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তারকা, সেই প্রতিশ্রুতির খুব কমই প্রতিফলিত হয়েছে তাঁর ক্যারিয়ারে।
এখন খেলছেন মেক্সিকান ক্লাব লিওঁতে। তবে আর্থিক দুর্দশার কারণে ক্লাব তাঁকে ছেড়ে দিচ্ছে মৌসুম শেষে। রদ্রিগেজকে তাই আবার নতুন ঠিকানা খুঁজতে হচ্ছে। গুঞ্জন আছে, তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে পাড়ি জমাবেন। আর সে ক্ষেত্রে সেটা হবে তাঁর ক্যারিয়ারের ১৩তম ক্লাব।
মেক্সিকোতে মাত্র এক বছর কাটানোর পরই লিওঁর সঙ্গে হামেস রদ্রিগেজের পথচলা শেষ হতে যাচ্ছে। ইএসপিএনের খবর, লিগা এমএক্স-এর এই দলটি ২০২৫ অ্যাপারচুরা টুর্নামেন্ট শেষ হওয়ার পর কলম্বিয়ান মিডফিল্ডারকে আর চুক্তির আওতায় রাখছে না।
এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ, লিওঁর আর্থিক টানাপোড়েন এবং দলের বাজে ফর্ম। কোচ ইগনাসিও আমব্রিজের অধীনে তারা কোনো ছন্দই খুঁজে পায়নি। বর্তমানে দলটি লিগ টেবিলের ১৭তম স্থানে। এ বছর জানুয়ারিতে রদ্রিগেজ লিওঁতে যোগ দেন, তখন তাঁর ইচ্ছা ছিল ক্লাব বিশ্বকাপে খেলার। কিন্তু ক্লাবটি মালিকানার নিয়ম ভাঙার কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়লে রদ্রিগেজের সেই স্বপ্নও ভেঙে যায়।
রদ্রিগেজের হাসিমুখ এখন অনেকটাই মলিন