নিলামে উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামী টয়লেট কমোড। শুক্রবার আন্তর্জাতিক নিলামকারী প্রতিষ্ঠান সোথবি এই নিলামের ঘোষণা দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তারা ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের ‘আমেরিকা’ শিরোনামের একটি খাঁটি সোনার ভাস্কর্যটি নিলাম করবে।

নিলামকারী প্রতিষ্ঠানটি এটিকে ‘শৈল্পিক উৎপাদন এবং পণ্যমূল্যের সংঘর্ষের উপর একটি তীক্ষ্ণ ভাষ্য’ বলে অভিহিত করেছে। এটি একটি সম্পূর্ণ কার্যকরী টয়লেটও, যা ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদ থেকে এক দুঃসাহসিক ডাকাতির সময় চুরি হয়ে যাওয়ার পর বিশ্বব্যাপী খ্যাতি অর্জনকারী টয়লেটের মতো।

১৮ নভেম্বর নিউ ইয়র্কে নিলামে শুরুর মূল্য হবে। এটি তৈরিতে ব্যবহৃত ১০১ কেজি ২০০ গ্রাম সোনা, যার দাম বর্তমানে প্রায় এক কোটি ডলার।

নিউ ইয়র্কের সোথিবি-এর সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপেরিন বলেন, ক্যাটেলান হলেন ‘শিল্প জগতের পরিপূর্ণ উস্কানিদাতা।’

তিনি অন্যতম সফল শিল্পী, যার আলোচিত কাজ ছিল ‘কমেডিয়ান’ শিরোনমে দেয়ালে টেপ করা কলা। গত বছর নিউ ইয়র্কের এক নিলামে ৬২ লাখ ডলারে ওই কলাটি বিক্রি হয়েছিল। ‘হিম’ - হাঁটু গেড়ে বসে থাকা অ্যাডলফ হিটলারের ক্যাটেলানের অস্থির ভাস্কর্য - ২০১৬ সালে ক্রিস্টির এক নিলামে এক কোটি ৭২ লাখ  ডলারে বিক্রি হয়েছিল।

শিল্পী বলেছেন যে ‘আমেরিকা’ অতিরিক্ত সম্পদকে ব্যঙ্গ করে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য চীনের সহযোগিতা চাইলো দক্ষিণ কোরিয়া

পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী উত্তর কোরিয়ার সাথে আলোচনা পুনরায় শুরু করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। শনিবার দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এশিয়া-প্যাসিফিক নেতাদের ফোরামের পর এক রাষ্ট্রীয় শীর্ষ সম্মেলন এবং নৈশভোজে চীনা প্রেসিডেন্টের কাছে এই অনুরোধ করেছেন তিনি।

জবাবে শি লিকে জানিয়েছেন, তিনি সহযোগিতা আরো বিস্তৃত করতে এবং তাদের মুখোমুখি চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবেলা করতে ইচ্ছুক।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, শীর্ষ সম্মেলনের আগে শি বলেছেন, বেইজিং সিউলের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দক্ষিণ কোরিয়াকে একটি অবিচ্ছেদ্য সহযোগী অংশীদার হিসেবে দেখে।

জুন মাসে আকস্মিক নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত লি চীনকে না চটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করতে চাইছেন এবং উত্তর কোরিয়ার সাথে উত্তেজনা কমাতে চাইছেন।

চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে বৈঠকের উল্লেখ করে লি বলেন, “উত্তর কোরিয়ার সাথে সম্পর্কের জন্য যে পরিস্থিতি তৈরি হচ্ছে সে সম্পর্কে আমি খুবই ইতিবাচক।”

তিনি বলেছেন, “আমি আশা করি দক্ষিণ কোরিয়া এবং চীন এই অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়ে উত্তর কোরিয়ার সাথে কৌশলগত যোগাযোগ জোরদার করবে এবং সংলাপ পুনরায় শুরু করবে।”

লি উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যার শুরুতে পারমাণবিক অস্ত্রের আরো উন্নয়ন স্থগিত করার বিষয়টি রয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ