চট্টগ্রামে ৪৫১ নারীর মধ্যে ১২ জনের স্তন ক্যান্সার শনাক্ত: মেয়র
Published: 1st, November 2025 GMT
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, বন্দরনগরী চট্টগ্রামে অক্টোবর মাসজুড়ে ৪৫১ নারীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ১২ জনের স্তন ক্যান্সার শনাক্ত হয়েছে। তাদের তিনজনের অপারেশন হয়েছে। বাকি নয়জন অপারেশনের অপেক্ষায় আছে।
তিনি আরো জানান, স্তন ক্যান্সার শনাক্ত হওয়া নারীদের মধ্যে সর্বোচ্চ ৭২ বছর এবং সর্বনিম্ন ২৫ বছর বয়সী পাওয়া গেছে। ১২ জনের মধ্যে ৪০ থেকে ৫০ বছরের আছে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং তিনজন আছে ৭০, ৭১ ও ৭২ বছর বয়সী নারী।
আরো পড়ুন:
বিএমইউ বহির্বিভাগে ডাক্তার দেখাতে অনলাইন সেবা চালু
সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে অ্যান্টিভেনম না থাকার অভিযোগ
শনিবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের কপার চিমনি কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। চসিকের উদ্যোগে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ, সেন্টার ফর স্পেসালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতাল এবং পোস্ট গ্রাজুয়েট সার্জারি (পিজিএস) একাডেমিয়া সহযোগিতা করেছে।
সংবাদ সম্মেলনে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি ৮ নারীর একজন স্তন ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে থাকে। প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে নিরাময়ের হার ৯৫ থেকে শতভাগে আনা সম্ভব।’’
চট্টগ্রামের মেয়র বলেন, ‘‘বাংলাদেশের সমাজ ব্যবস্থা রক্ষণশীল হওয়ার কারণে অধিকাংশ নারী তাদের সমস্যা কাউকে জানাতে চান না। কিন্তু মৃত্যুঝুঁকির বিষয়টি সামনে এনে সকল নারীকে সচেতন করতে হবে। কারণ, আমরা একটি সুস্থ সমাজ চাই।’’
মেয়র আরো বলেন, ‘‘ক্যানসার দেরিতে শনাক্ত হলে বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়। এর চিকিৎসা যেমন ব্যয়বহুল, তেমন ঝুঁকিপূর্ণও। এ ক্ষেত্রে নারীদের রক্ষায় পুরুষেরও সচেতন হতে হবে। দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সহানুভূতি নিয়ে এগিয়ে আসতে হবে।’’
তিনটি প্রতিষ্ঠানে ক্যাম্পেইনের মাধ্যমে ৮৫০ জন নারীকে নারী চিকিৎসকরা নিজে নিজে স্তন ক্যান্সার চেক করার কৌশল শিখিয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তার মধ্যে ৩০০ নারী পুলিশও আছে। বাকিরা শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার নারী।
সংবাদ সম্মেলনের সিএসসিআরর চেয়ারম্যান ডা.
ঢাকা/রেজাউল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ব সযন ত র র র গ
এছাড়াও পড়ুন:
উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য চীনের সহযোগিতা চাইলো দক্ষিণ কোরিয়া
পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী উত্তর কোরিয়ার সাথে আলোচনা পুনরায় শুরু করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। শনিবার দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এশিয়া-প্যাসিফিক নেতাদের ফোরামের পর এক রাষ্ট্রীয় শীর্ষ সম্মেলন এবং নৈশভোজে চীনা প্রেসিডেন্টের কাছে এই অনুরোধ করেছেন তিনি।
জবাবে শি লিকে জানিয়েছেন, তিনি সহযোগিতা আরো বিস্তৃত করতে এবং তাদের মুখোমুখি চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবেলা করতে ইচ্ছুক।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, শীর্ষ সম্মেলনের আগে শি বলেছেন, বেইজিং সিউলের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দক্ষিণ কোরিয়াকে একটি অবিচ্ছেদ্য সহযোগী অংশীদার হিসেবে দেখে।
জুন মাসে আকস্মিক নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত লি চীনকে না চটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করতে চাইছেন এবং উত্তর কোরিয়ার সাথে উত্তেজনা কমাতে চাইছেন।
চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে বৈঠকের উল্লেখ করে লি বলেন, “উত্তর কোরিয়ার সাথে সম্পর্কের জন্য যে পরিস্থিতি তৈরি হচ্ছে সে সম্পর্কে আমি খুবই ইতিবাচক।”
তিনি বলেছেন, “আমি আশা করি দক্ষিণ কোরিয়া এবং চীন এই অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়ে উত্তর কোরিয়ার সাথে কৌশলগত যোগাযোগ জোরদার করবে এবং সংলাপ পুনরায় শুরু করবে।”
লি উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যার শুরুতে পারমাণবিক অস্ত্রের আরো উন্নয়ন স্থগিত করার বিষয়টি রয়েছে।
ঢাকা/শাহেদ