আড়াইহাজারে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Published: 1st, November 2025 GMT
আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ৮ জন কর্মী আহত হয়েছেন। এই সময় ভাংচুর করা হয়েছে ৩০টি চেয়ার।
এর প্রতিবাদ শনিবার বিকালে খাগকান্দা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে জামায়াতে ইসলামীর খাগকান্দা ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে মোহনপুর পূর্ব ও পশ্চিমপাড়ার মাঝামাঝি রাস্তায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অভিযোগ অনুযায়ী, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের নির্দেশে উক্ত ইউনিয়ন যুবদলের যুগ্ন সম্পাদক আব্দুর কাদের জিলানী, বিএনপি নেতা জালাল উদ্দিনসহ আরও ১০/১৫ জন লোক সেখানে হামলা চালায়।
হামলাকারীরা বৈঠকের চেয়ার ভাঙচুর করে এবং অংশগ্রহণকারীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন ও কর্মী জামাল হোসেনসহ ৮ জন আহত হন।
জামায়াতের আড়াইহাজার দক্ষিণ শাখার আমীর মাওলানা হাদিউল ইসলাম জানান, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়েছে। এমনকি পরবর্তীতে আমাদের কয়েকজন কর্মীর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং শাহাবুদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে।
জামায়াত নেতা মোতাহার অভিযোগ করেন অনুষ্ঠান শুরু হওয়ার আগে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মুঠাফোনে আমাদের অনুষ্ঠান করতে নিষেধ করেন। অভিযোগ অস্বীকার করে বেলায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই।
ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক জিলানী বলেন, জামায়াতের সাথে আমাদের কোন সমস্যা হয়নি। আমাদের মারামারি হয়েছে আওয়ামীলীগের সাথে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ কর ম র আম দ র ব এনপ ইসল ম
এছাড়াও পড়ুন:
উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য চীনের সহযোগিতা চাইলো দক্ষিণ কোরিয়া
পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী উত্তর কোরিয়ার সাথে আলোচনা পুনরায় শুরু করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। শনিবার দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এশিয়া-প্যাসিফিক নেতাদের ফোরামের পর এক রাষ্ট্রীয় শীর্ষ সম্মেলন এবং নৈশভোজে চীনা প্রেসিডেন্টের কাছে এই অনুরোধ করেছেন তিনি।
জবাবে শি লিকে জানিয়েছেন, তিনি সহযোগিতা আরো বিস্তৃত করতে এবং তাদের মুখোমুখি চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবেলা করতে ইচ্ছুক।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, শীর্ষ সম্মেলনের আগে শি বলেছেন, বেইজিং সিউলের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দক্ষিণ কোরিয়াকে একটি অবিচ্ছেদ্য সহযোগী অংশীদার হিসেবে দেখে।
জুন মাসে আকস্মিক নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত লি চীনকে না চটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করতে চাইছেন এবং উত্তর কোরিয়ার সাথে উত্তেজনা কমাতে চাইছেন।
চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে বৈঠকের উল্লেখ করে লি বলেন, “উত্তর কোরিয়ার সাথে সম্পর্কের জন্য যে পরিস্থিতি তৈরি হচ্ছে সে সম্পর্কে আমি খুবই ইতিবাচক।”
তিনি বলেছেন, “আমি আশা করি দক্ষিণ কোরিয়া এবং চীন এই অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়ে উত্তর কোরিয়ার সাথে কৌশলগত যোগাযোগ জোরদার করবে এবং সংলাপ পুনরায় শুরু করবে।”
লি উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যার শুরুতে পারমাণবিক অস্ত্রের আরো উন্নয়ন স্থগিত করার বিষয়টি রয়েছে।
ঢাকা/শাহেদ