নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মোটরসাইকেলে তেলবাহী লড়ির ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক জন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টায় বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন এবং একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে ওবায়দুল্লাহ।
হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক মতিউর জানিয়েছেন, তিন ব্যক্তি মোটরসাইকেলে করে বন্দর উপজেলার মদনপুর থেকে মুরাদপুরে যাওয়া পথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত অবস্থায় এক জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর লড়ি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/অনিক/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীরসাহেব চরমোনাই এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান (৩০ জুলাই) বুধবার বিকেলে মোগড়াপাড়া গোহাট্রা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুহা আব্দুল লতিফ এর সভাপতিত্বে মুহা. জয়নাল আবেদিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (নারায়ণগঞ্জ -৩) সোনারগাঁও আসনের হাতচপাখা মার্কার পদপ্রার্থী মুহা ফারুক আহমাদ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর হাজী মুহা আলী আহম্মদ মুন্সি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওঃ আবুল কালাম আজাদী।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়নের কমিটিকে সপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।