৯ বছর পর আবার এনআরবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইকবাল আহমেদ ওবিই। গতকাল রোববার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

ইকবাল আহমেদ এনআরবি ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি সীমার্ক গ্রুপ অব কোম্পানিজ ও আইবিসিও ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।

ইকবাল আহমেদ একজন অভিজ্ঞ ব্যবসায়ী। ছোট পারিবারিক ব্যবসা থেকে সীমার্ক গ্রুপ আজ বড় হয়েছে—বিশ্বব্যাপী হিমায়িত সামুদ্রিক খাবার ও বিভিন্ন ধরনের খাদ্যপণ্য সরবরাহ করে এই কোম্পানি। ১৯৭৬ সালে ইকবাল ব্রাদার্স অ্যান্ড কোম্পানি (বর্তমানে আইবিসিও লিমিটেড) প্রতিষ্ঠা করেন তিনি। হিমায়িত সামুদ্রিক খাবার এবং সব ধরনের হিমায়িত খাদ্যপণ্য আমদানি ও বিতরণ করে এ প্রতিষ্ঠান। খবর বিজ্ঞপ্তি

সীমার্ক যুক্তরাজ্য ও বাংলাদেশে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে। ২০০১ সালে আন্তর্জাতিক বাণিজ্যে অবদানের জন্য ব্রিটেনের রানির সর্বোচ্চ সম্মাননা স্বীকৃতি ওবিই (অফিসার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) অর্জন করেন তিনি। এ ছাড়া ২০০২ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় প্রতিবছর তিনি বাংলাদেশে শ্রেষ্ঠ রপ্তানিকারক হিসেবে রাষ্ট্রীয়ভাবে সিআইপির মর্যাদা (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) পেয়েছেন।

ইকবাল আহমেদ যুক্তরাজ্য ও বাংলাদেশের অনেক দাতব্য সংস্থার সঙ্গে জড়িত। ইউকেবিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ বলেন, এ প্রতিষ্ঠান যুক্তরাজ্য ও বাংলাদেশের তরুণদের ব্যবসা করতে ও উদ্যোক্তা হতে উৎসাহিত করে। তিনি যুক্তরাজ্যে ইকবাল ব্রোস ফাউন্ডেশন নামে একটি নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান গঠন করেছেন। এই প্রতিষ্ঠান রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইকব ল আহম দ

এছাড়াও পড়ুন:

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি 

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কারণ ছাড়াই বাড়ছে দেশবন্ধু পলিমারের শেয়ার দর

যন্ত্রপাতি কিনবে মনোস্পুল ও মাগুরা মাল্টিপ্লেক্স

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা সৈয়দ মুনসিফ আলী তার হাতে থাকা ওই ব্যাংকের ১ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ারের মধ্যে থেকে ৩০ লাখ শেয়ার ডিএসইর পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারমূল্যে বিক্রি করেছেন।

গত ৯ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজার দরে ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দেন সৈয়দ মুনসিফ আলী।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। রিজার্ভে আছে ৫৪২ কোটি ৩৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪। এর মধ্যে ৬০.৪৭ শতাংশ আছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২.৬৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬.৮৭ শতাংশ শেয়ার আছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি