সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী করা হবে: বিএসইসি চেয়ারম্যান
Published: 6th, April 2025 GMT
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, “আগামীতে সংস্কার কার্যক্রম জোরদার করে দেশের পুঁজিবাজারকে আরো শক্তিশালী করা হবে।”
রবিবার (৬ এপ্রিল) ঈদুল ফিতর পরবর্তী প্রথম কর্মদিবসে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু.
আরো পড়ুন:
ট্রাম্পের শুল্ক
প্রভাব পড়বে না পুঁজিবাজারে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশ্লেষকদের
অ্যারামিট সিমেন্টের অর্ধবার্ষিকে লোকসান কমেছে
বিএসইসি থেকে পাঠানো এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা বিএসইসির সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিএসইসির চেয়ারম্যান অনুষ্ঠানে ঈদুল ফিতরের আনন্দ উদযাপনের কথা উল্লেখ করে এবারের ঈদকে স্বস্তির ঈদ বলে মন্তব্য করেন। তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করেন এবং উক্ত বিষয়ে উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চেষ্টা চলছে বলে জানান।
তিনি সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের পুনর্বাসনে সাফল্যের বিষয়টি দেশের জন্য বিরাট অর্জন ও খুশির সংবাদ বলে উল্লেখ করেন।
দেশ ও দেশের অর্থনীতির মঙ্গল কামনা করেন এবং বিএসইসির কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে দেশের অর্থনীতি ও কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন তিনি।
এছাড়াও বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা দেশের পুঁজিবাজারের অংশীজন প্রতিষ্ঠান ও সংগঠনসমূহের প্রতিনিধিদের সাথে কমিশনের সভা কক্ষে এবং চেয়ারম্যান মহোদয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঢাকা স্টক এক্সেচেঞ্জ পিএলসি (ডিএসই) এর চেয়ারম্যান মো. মোমিনুল ইসলাম ও ভারপাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহসহ ডিএসই’র বোর্ড সদস্যরা, চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জ পিএলসি’র (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদারসহ সিএসই’র বোর্ড সদস্যরা, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ভারপাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোতালেবসহ সিডিবিএলর বোর্ড সদস্যরা, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. ওয়াহিদ উজ জামান ও ভারপাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আ স ম খায়রুজ্জামানসহ সিসিবিএরের বোর্ড সদস্য, ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মাজেদা খাতুনসহ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সহ-সভাপতি সৈয়দ এম. আলতাফ হোসাইন, বিএসইসির গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য বুয়েটের অধ্যাপক মো. মোস্তফা আকবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আমিন এবং বিএসইসির গঠিত তদন্ত কমিটির সদস্য আর্থিক খাত বিশেষজ্ঞ ইয়াওয়ার সাইদ, এনবিআর’র সাবেক সদস্য শফিকুর রহমান ও ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার জিশান হায়দারসহ দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনদের আরো অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা/এনটি/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ব র ড সদস য র কর মকর ত অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।
মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।