পুরস্কার বিতরণীর এক মঞ্চে বিএনপি ও আ’লীগ নেতা
Published: 7th, April 2025 GMT
ঈশ্বরদীতে একই মঞ্চে বিএনপি ও আওয়ামী লীগ নেতার ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। সমালোচকদের প্রশ্ন, আওয়ামী লীগের এই নেতাকে কি বিএনপি নেতা পৃষ্ঠপোষকতা করছেন?
জানা যায়, লেক ভাড়ইমারী আনন্দবাজার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দাশুড়িয়া ইউনিয়নের আনন্দবাজার এলাকার শহীদ মীর মুগ্ধ খেলার মাঠে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে তাঁর পাশে পৌর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সহসভাপতি সাদ আহমেদকে দেখা যায়। এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে কমেন্ট করেন, ‘একি দেখলাম’, ‘খুবই অবাক হলাম’ ইত্যাদি। এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব ও সাদ আহমেদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহিন, সলিমপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, বিএনপি নেতা রমজান আলী, ওহিদুল ইসলাম, নাজমুল হাসান মুকুল শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।
আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
আরো পড়ুন:
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।
বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।
তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।
৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।
ঢাকা/আমিনুল