১১নং ওয়ার্ডে হাজীগঞ্জ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Published: 16th, August 2025 GMT
নাসিক ১১নং ওয়ার্ডের হাজিগঞ্জ কিল্লার মাঠে বর্ণাঢ্য আয়োজনে এম সাকের্স যুবসমাজের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। ১১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ টিপু খান শুক্রবার বিকালে এ খেলার উদ্বোধন করেন ।
উদ্বোধনীয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে টিপু খান বলেন, অপসংস্কৃতি আজকে সমাজকে গ্রাস করেছে। এর থেকে যুবসমাজকে বের করতে মাঠে টেনে আনতে হবে। খেলাধুলার দিকে মনোনিবেশ করাতে হবে।
যুবসমাজকে যেভাবে মাদক কুরে কুরে খাচ্ছে এই অভিশাপ থেকে আমাদের সন্তান ও ভাইদেরকে খেলাধুলা আনতেই হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সাদেক,রমজান, লিখন, সাঈদ, নাসির, পাপ্পু, গোলাম মোস্তফা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনীয় ম্যাচে মুখোমুখি হয় খানপুর ইয়াংস্টার বনাম সাদা ঈগল প্রথম খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শক সমাগম হয়। যা স্থানীয় খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ সম্প্রীতির প্রমাণ বহন করে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ফ টবল ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ