নাসিক ১১নং ওয়ার্ডের হাজিগঞ্জ কিল্লার মাঠে বর্ণাঢ্য আয়োজনে এম সাকের্স যুবসমাজের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। ১১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ টিপু খান শুক্রবার বিকালে এ খেলার উদ্বোধন করেন । 

উদ্বোধনীয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে টিপু খান বলেন, অপসংস্কৃতি আজকে সমাজকে গ্রাস করেছে। এর থেকে যুবসমাজকে বের করতে মাঠে টেনে আনতে হবে। খেলাধুলার দিকে মনোনিবেশ করাতে হবে। 

যুবসমাজকে যেভাবে মাদক কুরে কুরে খাচ্ছে এই অভিশাপ থেকে আমাদের সন্তান ও ভাইদেরকে খেলাধুলা আনতেই হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সাদেক,রমজান, লিখন, সাঈদ, নাসির, পাপ্পু, গোলাম মোস্তফা সহ অন্যান্য  গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উদ্বোধনীয় ম্যাচে মুখোমুখি হয় খানপুর ইয়াংস্টার বনাম সাদা ঈগল প্রথম খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শক সমাগম হয়। যা স্থানীয় খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ সম্প্রীতির প্রমাণ বহন করে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ফ টবল ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

গুগল মেসেজেসে সংবেদনশীল ছবি ব্লার করার সুবিধা সবার জন্য চালু

গুগল মেসেজেসে এখন সবার জন্য চালু হলো সংবেদনশীল আধেয় বা কনটেন্ট শনাক্ত ও সতর্কবার্তা প্রদানের সুবিধা। গত বছরের অক্টোবরে ফিচারটির ঘোষণা দিয়েছিল গুগল। চলতি বছরের এপ্রিলে মেসেজেসের পরীক্ষামূলক সংস্করণের কিছু ব্যবহারকারী প্রথম এ সুবিধা পান। অবশেষে ঘোষণার প্রায় ১০ মাস পর অ্যান্ড্রয়েডের সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত হলো।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯টু৫ গুগলের তথ্যমতে, ‘সেনসিটিভ কনটেন্ট ওয়ার্নিংস’ বা সংবেদনশীল কনটেন্ট সতর্কবার্তা চালু করলে নগ্নতা রয়েছে, এমন ছবি স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা হয়ে যাবে। চাইলে ছবিটি না খুলেই মুছে ফেলা যাবে। এ ধরনের ছবি পাঠানো প্রেরককে ব্লক করার অপশনও থাকবে। তবে ছবি দেখতে হলে ‘নেক্সট’ চাপ দিয়ে অনুমতি দিতে হবে।

গুগল জানিয়েছে, ফিচারটির সব প্রক্রিয়াই ব্যবহারকারীর যন্ত্রে সম্পন্ন হয়। ফলে কোনো সংবেদনশীল ছবি গুগলের সার্ভারে সংরক্ষিত বা আপলোড হবে না। কিশোর ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফিচারটি ডিফল্টভাবে চালু থাকবে। তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টে এটি বন্ধ করার সুযোগ থাকবে না। তবে অভিভাবকেরা ‘ফ্যামিলি লিংক’ অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টে ফিচারটি ঐচ্ছিক ও ডিফল্টভাবে বন্ধ থাকবে।

সুবিধাটি ব্যবহার করতে চাইলে গুগল মেসেজেস অ্যাপে গিয়ে প্রোফাইল ছবিতে চাপ দিয়ে ‘মেসেজেস সেটিংস’ নির্বাচন করতে হবে। এরপর ‘প্রটেকশন অ্যান্ড সেফটি’তে গিয়ে ‘ম্যানেজ সেনসিটিভ কনটেন্ট ওয়ার্নিংস’ অপশনে গিয়ে ফিচারটি চালু করা যাবে। পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারটি ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে ‘সেফটিকোর’ অ্যাপ ডাউনলোড করতে হতে পারে।

ফিচারটি চালু থাকলে শুধু ছবি দেখার সময় নয়, কোনো সংবেদনশীল ছবি পাঠানো বা ফরোয়ার্ড করার আগেও সতর্কবার্তা দেখা যাবে। সতর্কবার্তায় ডান দিকে সোয়াইপ করে অনুমোদন দিতে হবে। এতে অনিচ্ছাকৃতভাবে সংবেদনশীল ছবি শেয়ার হয়ে যাওয়ার ঝুঁকি কমবে। এই সতর্কবার্তা কেবল স্থির ছবির ক্ষেত্রে কার্যকর। জিআইএফ বা ভিডিও ফাইলের ক্ষেত্রে সুবিধাটি প্রযোজ্য নয়।

সূত্র: অ্যান্ড্রয়েডপুলিশ

সম্পর্কিত নিবন্ধ