পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের জন্য গঠিত ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ প্রায় দুই বছর বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। পুনর্নির্ধারিত মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আগের নির্দেশনা অনুযায়ী এ তহবিলের মেয়াদ শেষ হয় গত ফেব্রুয়ারিতে। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।
পুঁজিবাজারে খারাপ অবস্থা কাটাতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রতিটি ব্যাংকের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের নিজস্ব উৎস কিংবা কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপোর বিপরীতে অর্থ নিয়ে এ তহবিল গঠন করতে বলা হয়। ধারণ করা ট্রেজারি বিল বা বন্ড লিয়েন রেখে মাত্র ৫ শতাংশ সুদে রেপো নিতে পারে ব্যাংক। এ জন্য কোনো নিলামেরও প্রয়োজন হয় না। আর পুঁজিবাজারে বিনিয়োগের জন্য নির্ধারিত সীমার মধ্যে হিসাব হয় না। এরই মধ্যে সুদহার অনেক বাড়লেও বর্ধিত সময়ের জন্যও বিশেষ তহবিলের জন্য রেপোর সুদহার ৫ শতাংশে অপরিবর্তিত থাকবে।
গতকালের সার্কুলারে বলা হয়েছে, দেশের পুঁজিবাজারে বিরাজমান অস্থির অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন অংশীজন ও বিনিয়োগকারী ব্যাংকের মতামত এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পর্যালোচনায় পরিস্থিতি উন্নয়ন তথা আর্থিক খাতের সার্বিক স্থিতিশীলতার স্বার্থে বিশেষ এ তহবিলের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। শর্তের মধ্যে রয়েছে বর্ধিত সময় তথা ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বিশেষ তহবিলের বিনিয়োগ স্থিতি ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে। এ জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত একটি কর্মপরিকল্পনা আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর এ তহবিলের অবশিষ্ট বিনিয়োগ থাকলে তা পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে এবং আবশ্যিকভাবে পুঁজিবাজারে বিনিয়োগসংশ্লিষ্ট বিবরণীতে রিপোর্ট করতে হবে।
বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর পাশাপাশি এ তহবিলের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপো সুবিধা নেওয়ার মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। আগের নির্দেশনায় রেপোর মেয়াদ শেষ হয়েছে গত ৯ ফেব্রুয়ারি। ব্যাংকগুলো তিন মাসের জন্য রেপো নিয়ে নির্ধারিত মেয়াদ পর্যন্ত ধারাবাহিকভাবে পুনর্নবায়ন হয়ে যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য় রব জ র তহব ল র ম য় দ ব শ ষ তহব ল র ২০২৬ স ল র এ তহব ল র র জন য

এছাড়াও পড়ুন:

লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, গতকাল জানিয়েছে ইএসপিএন। আগামী বছর ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এই তিন দেশের ১৬টি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হবে বিশ্বকাপ।

আরও পড়ুনএমবাপ্পেই রিয়ালের নতুন ‘১০ নম্বর’২ ঘণ্টা আগে

ইএসপিএন ও টিউডিএন’মেক্সিকো জানিয়েছে, গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের জন্য কানাডা ও মেক্সিকোর কিছু শহরও আলোচনায় ছিল। শেষ পর্যন্ত ভেগাসকেই বেছে নেওয়া হয়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বর এ ড্র অনুষ্ঠিত হবে।

মেক্সিকোর ক্লাব পাচুকার নির্বাহী ও বিশ্বকাপের দলগুলোর অনুশীলনের জন্য মেক্সিকোকে বেছে নেওয়ার পক্ষে প্রচারণা চালানো পেদ্রো চেদিল্লো সম্প্রতি ইএসপিএনকে বলেছেন, ভেগাসেই ড্র অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করছেন তিনি, ‘আমার ভুল না হলে ৫ ডিসেম্বর কিংবা ডিসেম্বরের শুরুর দিকে ড্র অনুষ্ঠিত হবে। আমার মনে হয়, এটা ভেগাসেই অনুষ্ঠিত হবে এবং পাচুকা শহরের বিষয়ে তথ্য দিতে আমাদের সেখানে থাকতে হবে।’

৪টি করে দল নিয়ে মোট ১২টি গ্রুপে ড্র অনুষ্ঠিত হবে। ফিফার পক্ষ থেকে অবশ্য এখনো গ্রুপ পর্বের ড্র কবে, কোথায় অনুষ্ঠিত হবে—সে বিষয়ে কিছুই নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুনউরুগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল, টানা পঞ্চম শিরোপা জয়ের অপেক্ষা৪ ঘণ্টা আগে

১৯৯৪ বিশ্বকাপও আয়োজিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেবারও বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয় লাস ভেগাসে, সেখানকার লাস ভেগাস কনভেনশন সেন্টারে। তবে সেবার বিশ্বকাপের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি লাস ভেগাসে। ইএসপিএন জানিয়েছে, এ ভেন্যুসহ অন্য আরও কয়েকটি ভেন্যু ৫ ডিসেম্বরের জন্য বুক করা হয়েছে।

লাস ভেগাসের ‘স্ফেয়ার’ সেন্টারে ৫৪ হাজার বর্গমিটার আয়তনের স্ক্রিন আছে এবং ১৭ হাজার ৫০০ মানুষ সেখানে একসঙ্গে বসতে পারেন। বিভিন্ন সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, সেখানে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে পারে। তবে স্ফেয়ার সেন্টারের সূত্র ইএসপিএনকে জানিয়েছেন, ড্র সেখানে অনুষ্ঠিত হবে না। বার্তা সংস্থা এএফপিকেও একই তথ্য জানিয়েছেন এই সেন্টারের সূত্র।

সম্পর্কিত নিবন্ধ

  • লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র