ভুটানের নারী লিগে অংশ নিতে আজ দেশ ছেড়েছেন বাংলাদেশ নারী দলের আরও পাঁচ ফুটবলার। তবে ওয়ার্ক পারমিট না হওয়ায় আপাতত দলের সঙ্গে যেতে পারেননি কৃষ্ণা রাণী সরকার। সব ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

আজ যারা ভুটানের উদ্দেশে রওনা হয়েছেন তারা হলেন সানজিদা আক্তার, রুপনা চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র। এর আগেই, ৬ এপ্রিল থিম্পু পাড়ি জমিয়েছেন পারো এফসিতে খেলা নিশ্চিত করা চার ফুটবলার—সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার। অন্যদিকে থিম্পু সিটির হয়ে মাঠে নামবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার।

আগামী ২৫ এপ্রিল শুরু হতে যাওয়া ভুটান লিগে বাংলাদেশের ১০ নারী ফুটবলারের অংশগ্রহণ দেশের ফুটবলে নতুন এক মাইলফলক। এর আগে কখনও একসঙ্গে এত সংখ্যক নারী ফুটবলার বিদেশি কোনো লিগে খেলতে যাননি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল র

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।

ঢাকা/শহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ