ভুটানের নারী লিগে অংশ নিতে আজ দেশ ছেড়েছেন বাংলাদেশ নারী দলের আরও পাঁচ ফুটবলার। তবে ওয়ার্ক পারমিট না হওয়ায় আপাতত দলের সঙ্গে যেতে পারেননি কৃষ্ণা রাণী সরকার। সব ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

আজ যারা ভুটানের উদ্দেশে রওনা হয়েছেন তারা হলেন সানজিদা আক্তার, রুপনা চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র। এর আগেই, ৬ এপ্রিল থিম্পু পাড়ি জমিয়েছেন পারো এফসিতে খেলা নিশ্চিত করা চার ফুটবলার—সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার। অন্যদিকে থিম্পু সিটির হয়ে মাঠে নামবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার।

আগামী ২৫ এপ্রিল শুরু হতে যাওয়া ভুটান লিগে বাংলাদেশের ১০ নারী ফুটবলারের অংশগ্রহণ দেশের ফুটবলে নতুন এক মাইলফলক। এর আগে কখনও একসঙ্গে এত সংখ্যক নারী ফুটবলার বিদেশি কোনো লিগে খেলতে যাননি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল র

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ