ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে চুক্তি করা: ট্রাম্প
Published: 16th, August 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে সম্মত হওয়া উচিত। কারণ ‘রাশিয়া অনেক বড় শক্তি এবং ইউক্রেন নয়’। শনিবার আলস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প জানিয়েছেন, তিনি পুতিনের সাথে একমত হয়েছেন যে যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হল সরাসরি শান্তি মীমাংসা করা - যুদ্ধবিরতির মাধ্যমে নয়, যেমনটি ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা, এখন পর্যন্ত মার্কিন সমর্থন নিয়ে দাবি করে আসছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে প্রথম মার্কিন-রাশিয়া শীর্ষ সম্মেলনে শুক্রবার আলাস্কায় প্রায় তিন ঘন্টা ধরে পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে বলেছেন, “সবার মাধ্যমে নির্ধারিত হয়েছিল যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হল সরাসরি একটি শান্তি চুক্তিতে যাওয়া, যা যুদ্ধের অবসান ঘটাবে এবং একটি যুদ্ধবিরতি চুক্তি নয়, যা প্রায়শই টিকে থাকে না।”
ট্রাম্প জানিয়েছেন, তিনি সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনা করবেন।
তিনি বলেছেন, “যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে আমরা প্রেসিডেন্ট পুতিনের সাথে একটি বৈঠকের সময়সূচি নির্ধারণ করব। সম্ভবত, লাখ লাখ মানুষের জীবন রক্ষা পাবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।