নাহিদ রানা যাওয়ার আগেই ভেসে যাবে পেশোয়ারের প্লে–অফ স্বপ্ন
Published: 17th, April 2025 GMT
নাহিদ রানার গল্পটাও একই রকম হতে পারত। থাকতে পারতেন রিশাদ হোসেনের মতো আলোচনার কেন্দ্রে। জেতাতে পারতেন দলকে। তবে এসব কিছুই হয়নি। জিম্বাবুয়ে সিরিজের কারণে নাহিদ এখনো পেশোয়ার জালমিতে যোগ দেননি। তাঁর দল হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচে। সেটাও খুব বাজেভাবে। নাহিদ পেশোয়ারে যোগ দেওয়ার আগেই পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে কি না, এই শঙ্কাও আছে।
পিএসএল শুরু হয়েছে মাত্রই বলতে হবে। তবে নিজেদের খেলা প্রথম দুই ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে নাহিদ রানার দল। বোলাররা রান বিলাচ্ছেন দেদার। আর ব্যাটসম্যানদের ব্যাটেও রান নেই।
নিজেদের প্রথম ম্যাচে কোয়েটার কাছে তারা হেরেছে ৮০ রানে। কোয়েটার ২১৬ রান তাড়া করতে নেমে পেশোয়ার গুটিয়ে যায় ১৩৬ রানে। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পরের ম্যাচে দলটি হেরে বসে ১০২ রানে। সেই ম্যাচে পেশোয়ারের বোলাররা খরচ করে ২৪৩ রান। দলের প্রাণভোমরা বাবর দুই ম্যাচেও রান পাননি। প্রথম ম্যাচে ০ রানে আউটের পর দ্বিতীয় ম্যাচে করেন ১।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট খেলে নাহিদের পেশোয়ারে যোগ দেওয়ার কথা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/রফিক