যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা ভবন অবরুদ্ধ
Published: 23rd, April 2025 GMT
যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা প্রকাশ না করায় কলকাতার মধ্যশিক্ষা পর্ষদ (এসএসসি) দপ্তর অবরুদ্ধ করে রেখেছেন চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সোমবার বিকেল থেকে চলা আন্দোলনে মধ্যশিক্ষা ভবনের মধ্যে আটকা পড়েছেন পর্ষদের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারসহ একাধিক কর্মকর্তা।
এর আগে সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল হওয়ায় আন্দোলনে নামেন নিজেদের ‘যোগ্য’ দাবি করা চাকরিচ্যুত ব্যক্তিরা। তাঁদের মূল দাবি, যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এ দাবির ভিত্তিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন, ২১ এপ্রিল সন্ধ্যা ছয়টার মধ্যে এসএসসির ওয়েবসাইটে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
কিন্তু নির্ধারিত সময়ে তালিকা প্রকাশ না হওয়ায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা সোমবার বিকেলে মধ্যশিক্ষা ভবন ঘেরাও করেন এবং রাতভর পর্ষদ কার্যালয় অবরুদ্ধ করে রাখেন। মঙ্গলবার সকালেও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকে।
এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের বলেন, ‘সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশে কোনো নির্দিষ্ট নির্দেশ দেননি। আগের বৈঠকেও আন্দোলনকারীদের জানানো হয়েছিল, আইনজ্ঞদের পরামর্শ অনুযায়ী তালিকা প্রকাশ করা হবে। এখনো সেই আইনগত পরামর্শ না পাওয়ায় তালিকা প্রকাশ সম্ভব হয়নি।’
এদিকে মঙ্গলবার সকালে ভবনের ভেতর থেকে দেওয়া এক বিবৃতিতে পর্ষদ চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘এই আন্দোলনে এখন শুধু শিক্ষকেরা নয়, বহিরাগতরাও যুক্ত হয়েছেন।’
এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। তাঁরা অভিযোগ করেন, আন্দোলনকারীদের অপমান করার উদ্দেশ্যেই পর্ষদ চেয়ারম্যানের এ ধরনের বক্তব্য।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কোস্টগার্ডে রাজস্ব খাতে নিয়োগ, ২৭ পদে আবেদন শুধু অনলাইনে
বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগ দেবে। রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে বিধিমোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন (Online) ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হয়েছে আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে।
পদের নাম ও বর্ণনা—
১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড: ১৩
বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
২. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৩. ইউডিএ/কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৪. ধর্মীয় শিক্ষক
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড থেকে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা; হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে।
৫. অটোমেকানিক
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ১ (এক) বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।
৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল৬. ড্রাইভার
পদসংখ্যা: ১৩
গ্রেড: ১৫
বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।
৭. ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত।
এআই/প্রথম আলো